/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/KKR-2021-04-17T211501.820_copy_1200x676.jpg)
অনেক হয়েছে আর নয়! প্রথম দু-ম্যাচ সাকিব আল হাসানকে খেলানোর পর এবার ক্যাপ্টেন মর্গ্যান সুযোগ দিতে চলেছেন। এমনই সম্ভবনা রয়েছে রবিবারের আরসিবি ম্যাচে। আরসিবি টানা দু-ম্যাচ জিতে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে। অন্যদিকে, কেকেআর হায়দরাবাদকে হারিয়ে শুরুটা ভাল করলেও আগের ম্যাচে মুম্বইয়ের কাছে জেতা ম্যাচ হেরে বসেছে।
এমন অবস্থায় নাইটদের একাদশে পরিবর্তনের সম্ভবনা প্রবল। আর এই কারণেই সাকিব আল হাসানের ওপর কোপ পড়তে পারে। বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাট হাতে সেভাবে খেলতে পারেননি। মুম্বই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে অবিবেচকের মত শট খেলতে গিয়ে আউট হয়ে যান তিনি। হায়দরাবাদ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান। মুম্বই ম্যাচে সাকিবের অবদান মাত্র ৯।
আরো পড়ুন: জাদেজাকে অসম্মানের রাস্তায় হাঁটল সৌরভের বোর্ড! প্রতিবাদে সরব ভন থেকে প্রসাদ
নারিনকে প্রথম দু-ম্যাচে বসিয়ে সাকিবকে খেলানোর পিছনে উদ্দেশ্য ছিল কেকেআরের হয়ে রাসেলের সঙ্গেই ফিনিশারের দায়িত্ব পালন করা। সেই ভূমিকায় তিনি জোড়া ম্যাচে ব্যর্থ হয়ে আস্থা হারিয়েছেন ক্যাপ্টেনের।
সাকিব ব্যর্থ হওয়ায় এবার নারিনকে একাদশে নিয়ে এসে চমক দিতে চাইছেন মর্গ্যান। আইপিএলে সাকিবের থেকে নারিনের অভিজ্ঞতা অনেক বেশি। চেন্নাইয়ের স্লো পিচে সাকিবের থেকেও বল হাতে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারবেন নারিন, এমনটাই মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট। ব্যাট হাতে নারিন আবার টপ অর্ডারে আগুনে শুরুয়াত করতে পারেন। সবমিলিয়ে, সাকিবের জায়গায় নারিন খেললে ক্যারিবীয় তারকার ব্যাটিং পজিশন কি, হয় সেটা দেখার। টপ অর্ডারে নামিয়ে চমক দেওয়া নাকি সাকিবের মতোই ছয় নম্বরে নামানো, সবকিছুই নির্ভর করছে মর্গ্যানের ওপর।
এদিকে, কেকেআর দলে আরো একটি পরিবর্তন দেখা যেতে পারে। হরভজনের জায়গায় নাইটদের একাদশে ঢুকতে পারেন কুলদীপ যাদব অথবা পবন নেগি। হরভজনে যে ক্যাপ্টেন মর্গ্যানের আস্থা বেশি নেই তা প্রথম দুই ম্যাচ দেখার পরেই বোঝা গিয়েছে। প্রথম ম্যাচে ১ ওভারের পর দ্বিতীয় ম্যাচে হরভজনকে করানো হয় মাত্র ২ ওভার। পবন নেগীর খেলার সম্ভবনা বেশি। কারণ প্রয়োজনে ব্যাটও করে দিতে পারেন তিনি।
কেকেআরে জোড়া পরিবর্তনের সম্ভবনা থাকলেও আরসিবি একাদশে একই লাইন আপ থাকছে। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ বল হাতে ক্যাপ্টেন কোহলিকে ভরসা জোগাচ্ছেন। কোভিড আতঙ্ক কাটিয়ে ড্যানিয়েল স্যামস আরসিবি দলে যোগ দিলেও, প্রথম একাদশে ঢোকার সম্ভবনা নেই।
কেকেআর সম্ভাব্য প্রথম একাদশ:
নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, প্যাট কামিন্স, হরভজন সিং/পবন নেগি/কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী
আরসিবি সম্ভাব্য একাদশ:
দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন