/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/image-2021-10-01T231834.389_copy_1200x676.jpg)
কেকেআর: ১৬৫/৭
পাঞ্জাব কিংস: ১৬৮/৫
ট্র্যাজিক হিরো বরাবর তাঁর ভাগ্যেই লেখা থাকে। আইপিএলে দলের হারের ম্যাচে সবথেকে বেশি রান- এমন অতৃপ্তির পরিসংখ্যান তাঁর নামের পাশে। তবে কেএল রাহুল সেই ট্র্যাডিশনকে ভেঙেই দলকে জেতালেন কেকেআরের বিরুদ্ধে। ৫৫ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংসে টানটান ম্যাচে পাঞ্জাব কিংসকে জয় এনে দিলেন একদম শেষ ওভারে।
ওপেন করতে নেমে কেকেআরের দুরন্ত বোলিং আক্রমণের ঝড় সামলে দলকে জিতিয়ে ছাড়লেন কেএল রাহুল। শেষ ওভারে যখন আউট হলেন, তখন জয় নিশ্চিত হয়ে গিয়েছে। দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন সামনে থেকে। পাঞ্জাবের জয় এল তিন বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট নিয়ে।
আরও পড়ুন: দলের সঙ্গে যাওয়াও নিষেধ! ওয়ার্নারের সঙ্গে মারাত্মক দুর্ব্যবহার হায়দরাবাদের
কেকেআরের ১৬৬ রানের টার্গেট চেজ করতে নেমে কিংসদের দুরন্ত সূচনা করে দেন রাহুল-মায়াঙ্ক আগারওয়াল (২৭ বলে ৪০)। দুজনে ওপেনিং জুটিতে ৭০ তুলে দলকে দারুণ প্ল্যাটফর্ম গড়ে দেন। এরপরে মায়াঙ্ক আউট হয়ে গেলেও নিকোলাস পুরান (৭ বলে ১২), আইডেন মার্করাম (১৬ বলে ১৮) এবং শেষদিকে শাহরুখ খান (৭ বলে ২২) অবদান রেখে যান। মাঝে একসময় মার্করাম এবং দীপক হুডাকে অল্প রানের ব্যবধানে আউট করে রক্তের গন্ধ পেয়ে গিয়েছিল কেকেআর। তবে কেএল রাহুল দলকে ঠান্ডা মাথায় বিপদসীমা পার করিয়ে দেন।
তার আগে ব্যাট করে কেকেআর ১৬৫ তুলেছিল ভেঙ্কটেশ আইয়ারের (৪৯ বলে ৬৭) ব্যাটিং বিক্রমে ভর করে। শুভমান গিল তৃতীয় ওভারে আউট হয়ে গেলেও রাহুল ত্রিপাঠির (২৬ বলে ৩৪) সঙ্গে ৭২ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে যান আইয়ার। রাহুল ত্রিপাঠি আউট হয়ে যাওয়ার পরে নীতিশ রানার সঙ্গে দলকে দারুণ টানছিলেন তিনি।
আটের ওপরে গড় রেখে এগোচ্ছিল কেকেআর। তবে আর্শদীপের বলে আইয়ার ফিরে যাওয়ার পরে কেকেআরের রান তোলার গতিতে যেন হ্যাঁচকা টান পরে। ১২০/১ থেকে হঠাৎ করে পরপর উইকেট হারিয়ে নাইটরা ১৫৬/৬ এবং শেষ পর্যন্ত ১৬৫/৭-এ থেমে যায়। ইয়ন মর্গ্যান (২), দীনেশ কার্তিক (১১), সেইফার্টরা (২) কেকেআরকে শেষদিকে টানতে পারলেন না। পাঞ্জাবের হয়ে আর্শদীপ তিন উইকেট নেন। রবি বিশ্নোইয়ের দখলে ২ উইকেট।
কেকেআর একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, টিম সেইফার্ট, সুনীল নারিন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, শিবম মাভি
পাঞ্জাব কিংস একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, আইডেন মার্করাম, দীপক হুডা, শাহরুখ খান, ফ্যাবিয়েন এলেন, নাথান এলিস, রবি বিশ্নোই, মহম্মদ শামি, আর্শদীপ সিং
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন