Advertisment

জেমিসনের সঙ্গে ফ্লার্ট করা নবনীতা ভারতীয়-ই নন! জানুন ম্যাসাজ-সুন্দরীর পরিচয়

কেকেআর বনাম আরসিবি ম্যাচে শিরোনামে উঠে এসেছিলেন আরসিবি তারকা কাইল জেমিসন এবং মেসেজ থেরাপিস্ট নবনীতা গৌতম। ফ্লার্ট করার ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত সোমবার কেকেআরের কাছে বড়সড় বিপর্যয় ঘটেছে আরসিবির। চূড়ান্ত লজ্জাজনকভাবে নাইটদের কাছে আত্মসমর্পণ করে বসেছিল কোহলির দল। তবে সেই ম্যাচেই অন্য কারণে শিরোনামে উঠে এসেছিলেন কাইল জেমিসন। আরসিবি দলের মেসেজ থেরাপিস্ট নভনীতা গৌতমের সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছিল কিউয়ি অলরাউন্ডারকে।

Advertisment

আরসিবি যখন মাঠে বেনজির বিপর্যয়ের মুখে। ১০ ওভার শেষে স্কোরবোর্ড দেখাচ্ছিল ৫৩/৪। সেই সময়েই ক্যামেরাম্যান লেন্স প্যান করেছিল আরসিবি ডাগ আউটের দিকে। ক্যামেরাবন্দি জেমিসনকে দেখা গিয়েছিল প্যাড পরে বসে থাকতে। তবে ম্যাচে তাঁর কতদূর নজর ছিল, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। কারণ, মাঠের দিকে নয়, জেমিসনকে দেখা গিয়েছিল দলের ম্যাসাজ থেরাপিস্ট নভনীতা গৌতমের সঙ্গে হাসিঠাট্টায় মেতে থাকতে। দুজনের চোখের ইঙ্গিতেই স্পষ্ট হয়ে গিয়েছে সেই বিষয়।

আরও পড়ুন: সুন্দরী ম্যাসাজ-কন্যার সঙ্গে ইশারায় দুষ্টুমি ! KKR ম্যাচে অন্য খেলায় ‘ধরা পড়লেন’ জেমিসন, রইল ভিডিও

সেই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান কাইল জেমিসন এবং নভনীতা গৌতম। কিন্তু হঠাৎ করে শিরোনামে উঠে আসা কে এই নভনীতা গৌতম? জানা গিয়েছে আরসিবির মেসেজ কন্যা মোটেই ভারতীয় নন। বরং প্রবাসী ভারতীয়। ১৯৯২-এর ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন কানাডার ভ্যাঙ্কুভারে।

২০১৯-এ আরসিবি স্কোয়াডে মেসেজ থেরাপিস্ট হিসাবে যোগ দেন। আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের মধ্যে তিনিই একমাত্র মহিলা।

আরও পড়ুন: কেকেআরের কাছে লজ্জার হারের জের! ‘মাঝপথেই ছাঁটা হতে পারে’ ক্যাপ্টেন কোহলিকে

আরসিবিতে যোগ দেওয়ার আগে কানাডায় গ্লোবাল টি২০ লিগে টরন্টো ন্যাশনালসের স্কোয়াডে ছিলেন। ভারতীয় মহিলা বাস্কেট বল দলের এশিয়া কাপের সময় তিনি নিযুক্ত হয়েছিলেন মেসেজ থেরাপিস্ট হিসাবে।

২০১৯-এ আরসিবিতে যোগ দেওয়ার আগে নবনীতাকস জিজ্ঞাসা করা হয়েছিল আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির একমাত্র মহিলা স্টাফ হিসাবে কাজ করার ক্ষেত্রে কোনও ছুতমার্গ রয়েছে কিনা! কানাডার প্রবাসী কন্যার জবাব ছিল, "একদমই নয়। এটা অনেকটা ২০ জনের ভাইয়ের সঙ্গে সর্বক্ষণ থাকার মত ঘটনা। এই মানসিকতার ধীরে ধীরে বদল ঘটছে। যতদিন প্লেয়ার কিংবা কোচেরা কাজের ওপর আস্থা রাখবেন, ততদিন লিং পরিচয় নিয়ে সমস্যা হবে না। কারণ আমরা সবাই হেলথকেয়ার প্রফেশনাল।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL RCB Royal Challengers Bangalore
Advertisment