/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/EymbmezXAAA-qfl_copy_1200x676.jpeg)
একদম জমজমাটভাবে শুরু হল আইপিএল। শেষ ওভারে, শেষ বলের থ্রিলার গোটা টুর্নামেন্টের রিংটোনটাই যেন সেট করে দিল শুক্রবার। আর সেই ম্যাচেই নজর কাড়লেন আরসিবির ১৫ কোটি টাকার কিউয়ি পেসার কাইল জেমিসন। একেবারে ব্যাটই ভেঙে দিলেন তিনি।
মুম্বই ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। সেই সময় নিজের কোটার চতুর্থ ওভার বোলিং করছিলেন কাইল জেমিসন। তাঁর নিখুঁত ইয়র্কারেই ক্রুনাল পান্ডিয়ার ব্যাট দু টুকরো হয়ে গেল। মিডল স্ট্যাম্প লক্ষ্য করে ইয়র্কার করেছিলেন জেমিসন। তা রুখেও দেন ক্রুনাল পান্ডিয়া। তবে একদম গোড়ালির মুখে ব্যাটে আঘাত করায় তা ভেঙে দুভাগ হয়ে যায়। ব্যাটের হ্যান্ডেল ক্রুনালের হাতে থাকলেও বাকি ব্যাট ভেঙে মাটিতে লুটোপুটি খেতে থাকে।
আরো পড়ুন: ধোনির মুকুটে নতুন পালক! রাজ্যের পক্ষে বিরল সম্মান পাচ্ছেন মহাতারকা
আইপিএলের প্রথম ম্যাচে ক্রুনাল ৭ রানের বেশি করতে পারলেন না। অন্যদিকে নজরকাড়া আইপিএল অভিষেক ঘটালেন কাইল জেমিসন। নিজের ৪ ওভারেই কোটায় মাত্র ২৭ রান খরচ করলেন। তুলে নিলেন সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটও।
ম্যাচে অবশ্য আরসিবির হয়ে লাইমলাইট ছিনিয়ে নিলেন পেসার হর্ষল প্যাটেল। ডেথ ওভারে পাঁচ উইকেট তুলে নিয়ে মুম্বইকে ১৫৯/৯-এ বেঁধে রাখতে সাহায্য করলেন কোহলির আরসিবিকে। দারুন বোলিং করলেন মহম্মদ সিরাজই। ৪ ওভারে দিলেন মাত্র ২২ রান।
Kyle Jamieson Breaks Krunal Pandya’s Bat With A Deadly Yorker#royalchallengersbangalore#mumbaiindians#kylejamieson#krunalpandya#deadlyyorker#yorker#fastbowler#ipl2021#navgujaratsamayipl#cricket#news#navgujaratsamay#navgujaratsamayofficial#gujarati#gujaratinewspic.twitter.com/Y5oTBUxmvg
— NavGujarat Samay (@navgujaratsamay) April 10, 2021
জবাবে এই রান তাড়া করতে নেমে শেষ বলে দুরন্ত জয় পায় আরসিবি। প্রথমে কোহলি (৩৩) এবং ম্যাক্সওয়েল (৩৯) দলকে দারুণ টানলেও মাঝে পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল কোহলির দল। শেষে এবিডির দুরন্ত ৪৯ রান শেষ পর্যন্ত ম্যাচের গেমচেঞ্জার হয়ে যায়।
তার আগে এদিন মুম্বইয়ের ইনিংসকে টানেন ক্রিস লিন (৩৫ বলে ৪৯), সূর্যকুমার যাদব (২৩ বলে ৩১) এবং ঈশান কিষান (১৯ বলে ২৮)। তিন তারকার ব্যাটে ভর করেই মুম্বই স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৯/৯।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন