ব্যাট হাতে গোটা টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে ন পারলেও নেতৃত্বে ধোনি সুপারলেটিভ পারফর্ম করে আরও একবার চেন্নাইকে শিরোপা জিতিয়েছেন। দুবাইয়ের ফাইনালে দুই বিশ্বকাপ জয়ী নেতা মুখোমুখি হয়েছিল। সেখানে শেষ হাসি হাসেন মহেন্দ্র সিং ধোনিই।
ডুপ্লেসিসের দুর্ধর্ষ ব্যাটে ভর করে চেন্নাই চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হয়েছে শুক্রবার। গত বছর প্লে অফের বহু আগেই ছিটকে গিয়েছিল চেন্নাই। অনেকেই বুড়ো ব্রিগেডকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। তবে সেখান থেকে সমালোচকদের ভুল প্রমাণ করে এবার চ্যাম্পিয়ন চেন্নাই। রাজার মত। গত বছর মরুশহরে আয়োজিত আইপিএলের পরে সুরেশ রায়না এবং ধোনির ভবিষ্যতের ওপর ফুলস্টপ ফেলে দিয়েছিলেন অনেকে।
আরও পড়ুন: সৌরভদের বিরাট প্রস্তাবে সরাসরি ‘না’ পন্টিংয়ের! কোটি কোটি টাকার সুযোগ হেলায় হারালেন মহাতারকা
এবার রায়না প্রথম একাদশে জায়গা হারালেও ধোনি ফের একবার নিজের ক্রিকেট প্রজ্ঞার পরিচয় দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল খেলেছে চেন্নাই। প্রথম দল হিসেবে যেমন প্লে অফে পৌঁছনো নিশ্চিত করেছিল চেন্নাই। তেমনই প্রথমে ফাইনালেও পৌঁছে যায় ধোনি ব্রিগেড।
ধোনির দুরন্ত ক্যাপ্টেনশিপ ফের একবার চেন্নাইকে কাপ এনে দিলেও গৌতম গম্ভীর অবশ্য ধোনিকে খোঁচা অব্যাহত রেখেছেন। টুইটারে সিএসকের জয়ের পরে শ্লেষাত্মক টুইট করেন আইপিএল জয়ী প্রাক্তন কেকেআর নেতা। ইএসপিএন ক্রিকইফোয় সরাসরি চেন্নাইকে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর।
আরও পড়ুন: পরের বছর আইপিএল কোথায়, ফাইনালের মঞ্চে বিরাট আপডেট সৌরভের
গম্ভীর বলেছেন, "চেন্নাই পুরো বিষয়টা একদম সহজ রেখেছিল। ওঁদের ভাঁড়ারে কোয়ালিটির খামতি নেই। ফাইনালে খুব বেশি উদ্ভাবনী ক্ষমতা দেখাতে হয়নি সিএসকেকে। ধোনির আস্তিনে বরাবর ছয়-সাতটা অপশন ছিল। যাদের দুরকমভাবে ব্যবহার করা যাবে।"
কেকেআরকে দুবার আইপিএল জেতানো অধিনায়ক সরাসরি বলে দিয়েছেন, চেন্নাই-ই টুর্নামেন্টের সবথেকে ধারাবাহিক দল। জানিয়েছেন, প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন ছাড়াই গোটা টুর্নামেন্টে মোটামুটি একই দল ধরে রেখেছে চেন্নাই। ধোনির ব্যাট হাতে ব্যর্থতা বাকি ব্যাটসম্যানরা ঢেকে দিয়েছেন বলেই মনে করছেন গম্ভীর।
"অন্যান্য ক্যাপ্টেনরা রায়নার রেকর্ডের দিকে তাকিয়ে বাইরে বসানোর সাহস দেখাতে পারত না। তবে চেন্নাই কিন্তু ফর্মে থাকা উথাপ্পাকে খেলিয়েছে। এটাই ক্রিকেটের ধর্ম- রেকর্ড পকেটে থাকা অফ ফর্মের ক্রিকেটারকে বাদ দিয়ে মোটামুটি ফর্মে থাকা ব্যাটসম্যানকে খেলাও। ধোনি গোটা টুর্নামেন্টে এটাই করে গিয়েছে। ও ব্যাট হাতে সেরকম ফর্মে ছিল না। তবে সেটা এটা দিনের শেষে বড় হয়ে দেখা দেয়নি। কারণ দলের বাকিরা ব্যাট হাতে দারুণ ফর্মে ছিল। বাকিরা ধোনির কাজ করে দিয়েছে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন