Advertisment

সন্ধ্যা ৭.৩০-এ আইপিএল ম্যাচ কেন! হেরে বেনজিরভাবে রাগ উগরে দিলেন ধোনি

ম্যাচের পরেই সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলছিলেন মাহি। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৮৮ তুলেও সেই রান ডিফেন্ড করতে পারেনি সিএসকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাড়ে সাতটায় খেলা শুরু হওয়া নিয়ে এবার অসন্তোষ ব্যক্ত করলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে সাধারণত, রাত ৮টায় শুরু হতে। তবে অধিকাংশ ম্যাচই মাঝরাত পর্যন্ত গড়িয়ে যাওয়ায় সময়সূচি অদলবদল করে রাত ৮টার পরিবর্তে ৩০ মিনিট এগিয়ে নিয়ে আসা হয়েছে।

Advertisment

আর এই সময়ের পরিবর্তনই ম্যাচের নির্ধারক হয়ে উঠছে। এমনটাই মনে করছেন ধোনি। দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হারের পরেই ধোনি যুক্তি দিয়ে জানালেন, "৮টায় খেলা শুরু হলে শিশির ইতোমধ্যেই মাঠে পড়ে যেত। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দল কোনো বাড়তি সুবিধা পেত না। তবে ৭.৩০ টায় শুরু হওয়ায় যেকোনো এক দল ৩০-৪০ মিনিট একদম শুকনো পরিবেশে ব্যাট করার সুবিধা পায়। এটা তফাত গড়ে দিতে পারে।"

আরো পড়ুন: হারের পরেই কোচ ফ্লেমিংয়ের দুঃসংবাদ ধোনিকে! সিএসকের পরের ম্যাচেও নেই দুই তারকা

ম্যাচের পরেই সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলছিলেন মাহি। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৮৮ তুলেও সেই রান ডিফেন্ড করতে পারেনি সিএসকে। ধোনি জানালেন, প্রথমে ব্যাটিং করা এমন পিচে বরাবরই মুশকিল। তবে একবার শিশির পড়া শুরু হয়ে গেলে ওয়াংখেড়ের ট্র্যাক একদম ব্যাটিং স্বর্গ হয়ে ওঠে।

আরো পড়ুন: ১২ লক্ষ টাকা জরিমানা ধোনির! নিয়ম ভাঙতেই বড় শাস্তির মুখে মহাতারকা

"এমনিতে শিশিরের কারণে প্রথমে ব্যাট করা দল সবসময় ১৫-২০ রান অতিরিক্ত তুলে রাখতে চায়। তবে এটা ৮টার সময় ম্যাচ শুরু করার সময়। ৭.৩০ ম্যাচ শুরু হলে প্রতিপক্ষ সবসময় আধঘন্টার সুবিধা পেয়ে যাবেই। দ্বিতীয় ইনিংসে বল যেভাবে সুন্দরভাবে ব্যাটে আসবে, প্ৰথমে ব্যাটিংয়ে সেটা মোটেও হবে না। তাই অতিরিক্ত ১৫-২০ রান করার সঙ্গেই বল হাতে শুরুতেই কয়েকটা উইকেট তুলে নিতে হবে প্রতিপক্ষের। তাহলেই ব্যাপারটা সমান-সমান হবে।" বলেছেন ধোনি।

আরো পড়ুন: পন্থের ‘গুরুমারা বিদ্যা’তেই কাত ধোনির চেন্নাই! ম্যাচের পরেই খোলসা করলেন ধাওয়ান

ধোনি এরপরে সেই প্রসঙ্গেই আরো জানালেন, "শুরু থেকেই আমাদের মনে শিশির ফ্যাক্টরের কথা মাথায় ছিল। সেই কারণেই আমাদের লক্ষ্য ছিল স্কোরবোর্ডে যত বেশি সম্ভব রান তুলে রাখা। উইকেটের পরিস্থিতির কথা বিবেচনা করলে আমাদের ব্যাটসম্যানরা বেশ ভালো ব্যাটিং করেছে। যতক্ষণ না শিশির পড়া শুরু হয় ততক্ষণ এমন পিচ বরাবর আঠালো থাকে। শিশির ফ্যাক্টর হয়ে গেলে ন্যূনতম ২০০ স্কোরবোর্ডে তুলতেই হবে। তাই ম্যাচের প্রথম আধঘন্টা ফারাক হয়ে যাচ্ছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL MS DHONI
Advertisment