রাজস্থান রয়্যালস: ১৭১/৪ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৭২/৩ (১৮.৩ ওভার)
দুরন্ত ডিকক। আর দক্ষিণ আফ্রিকান তারকার ব্যাটের সৌজন্যেই মুম্বই ইন্ডিয়ান্স চলতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নিল। রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরল মুম্বই।
বেশ কিছু ম্যাচেই রান পাচ্ছিলেন না ডিকক। প্রথম ম্যাচের পরেই ক্রিস লিনকে বসিয়ে ডিকককে খেলানোয় মুম্বইয়ের স্ট্র্যাটেজি নিয়ে প্ৰশ্ন উঠে গিয়েছিল। তবে সেই ডিককই এদিন জেতালেন রোহিতের দলকে। ১৭১ তাড়া করতে নেমে মুম্বইকে ভাল ওপেনিং উপহার দেন ডিকক-রোহিত।
আরো পড়ুন:
ইডেনে আইপিএলের আসরের আগেই চমক! ৩০ এপ্রিল ফ্রি-তে টিকাকরণ সিএবিতে
দলীয় হাফসেঞ্চুরির ঠিক আগেই ব্যক্তিগত ১৯ রানের মাথায় হিটম্যান আউট হলেও, মুম্বইকে টানতে থাকেন ডিকক-সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমারও এদিন ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ। এরপরে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ৬১ রানের পার্টনারশিপে ডিকক দলকে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে দেন। এরপরে মুস্তাফিজুরের বলে ক্রুনাল (৩৯) আউট হলেও পোলার্ড-ডিকক জুড়ি দলকে জয় পর্যন্ত টেনে নিয়ে যান।
তার আগে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসও ভাল ব্যাটিংয়ের নমুনা রাখে। টপ অর্ডারের প্রত্যেকেই প্রায় রান পেয়েছিলেন- জস বাটলার (৪১), যশস্বী জয়সোয়াল (৩২), সঞ্জু স্যামসন (৪২), শিভম দুবে (৩৫)। দুরন্ত ব্যাটিংয়ের জন্যই মুম্বইয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করেছিল রাজস্থান। তবে শেষরক্ষা হল না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন