ব্যাটিং পজিশন বদলে দেওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন কেকেআরের নীতিশ রানা। আমিরশাহি পর্বে নাইটদের অপ্রতিরোধ্য দেখানোর অন্যতম ফ্যাক্টর রানা। রবিবারও দিল্লির তারকা ব্যাটসম্যান ৩৩ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের ৬ উইকেটে জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন। ১১৬ রান তাড়া করতে নেমে কেকেআর হাতে ছয় উইকেট এবং দুই বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে।
Advertisment
মিডল অর্ডারে ব্যাট করতে নেমে রানা আরও ভালোভাবে মেলে ধরছেন। রবিবার রানার গুরুত্বপূর্ণ ইনিংসেই মাঠে ক্যামেরা ভেঙে চুরমার হয়ে গেল। নিজের ইনিংসে রানা র এক জোরালো শট আছড়ে পড়ল বাউন্ডারি লাইনের ধারে থাকা ক্যামেরায়। মিড উইকেট দিয়ে হাঁকানো শট ডিপ মিড উইকেটের ফিল্ডার রশিদ খানকে পেরিয়ে ভেঙে দিল লেন্সই।
ঘটনা ঘটল নাইটদের ইনিংসের ১৮ তম ওভারে। জেসন হোল্ডারের শর্ট ডেলিভারি পেয়ে সজোরে পুল করেছিলেন নীতিশ রানা। বাউন্ডারির দিকে ধাবমান সেই বল আটকানোর প্রাণপ্রন চেষ্টা করেন রশিদ খান। তবে তিনি ব্যর্থ হতে বাউন্ডারির ঠিক সামনে থাকা একটি ক্যামেরায় আছড়ে পড়ে বল।
রবিবার কেকেআরের দুরন্ত বোলিংয়ের সামনে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ১১৫-এর বেশি তুলতে পারেনি। মর্গ্যানের দলকে বল হাতে ভরসা জুগিয়ে যান বরুণ চক্রবর্তী, শিবম মাভি এবং টিম সাউদি। তিনজনই দুটো করে উইকেট নেন। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন উইলিয়ামসনের ২৬।
জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিল ৫৭ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে যান। হাতে ছয় উইকেট নিয়ে দুই বল বাকি থাকতে শেষ ওভারে লক্ষ্যে পৌঁছয় নাইটরা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর আপাতত চতুর্থ স্থানে রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন