Advertisment

আইপিএলে ব্রাত্য কেন পাঞ্জাব! ক্ষোভ উগরে জবাব চাইল প্রীতির কিংস

লিগ পর্বের ম্যাচ পাঁচ-ছয় ভেন্যুতে হলেও প্লে অফের খেলা হবে আহমেদাবাদে। বোর্ডের তরফে আপাতত দেশের করোনা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নতুন করে ভারতে করোনা সংক্রমণ শুরু হয়েছে। সেই কারণে বিসিসিআই আসন্ন আইপিএলের জন্য নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। একটির পরিবর্তে আপাতত ছয়টি ভেন্যুতে আইপিএলে আয়োজন করার প্ল্যানিং রয়েছে বোর্ডের।

Advertisment

এই ছয় শহরের দৌড়ে রয়েছে মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা এবং আহমেদাবাদ। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ বাড়ায় মুম্বইকে বাইরে রাখা হতে পারে। তবে চূড়ান্ত ভেন্যু তালিকায় রাখলেও মুম্বইয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে যে খেলা হবে, তা নিয়ে সংশয় নেই।

আরো পড়ুন: বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন ভারতের বিরুদ্ধে! এখন বাস চালিয়ে পেট চালান

এতেই গোঁসা হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব কর্তৃপক্ষ। বোর্ডের তরফে পাঞ্জাবকে উপেক্ষিত রাখায় খুশি নন কিংস ইলেভেন পাঞ্জাবের সিইও সতীশ মেনন। ইএসপিএন-কে মেনন বলে দিয়েছেন, "আইপিএল কর্তৃপক্ষকে লিখিত চিঠিতে জানতে চেয়েছি, কীসের ভিত্তিতে এই ভেন্যু বাছাই হল। পাঞ্জাবকে উপেক্ষা করার কারণও জানতে চাওয়া হয়েছে।"

ফ্র্যাঞ্চাইজিদের তরফে আপত্তির একটা কারণ হল, বেশ কিছু দল যেমন হোম এডভান্টেজের সুবিধা পাবে, তেমন অন্যান্যরা সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। আরসিবি, সিএসকে, কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। আবার কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ সেই সুবিধা পাবে না।

এক ফ্র্যাঞ্চাইজি অধিকর্তা বলেছেন, "ঘরের মাঠে যারা খেলবে তাঁরাই হোম কন্ডিশনের সুবিধা পাবে। পাঁচ-ছয়টা ম্যাচ ঘরে জিতে বাকি কিছু এওয়ে ম্যাচ জিতলেই প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যাবে। আমাদের সব ম্যাচই বাইরের খেলতে হবে।"

ঘটনা হল, লিগ পর্বের ম্যাচ পাঁচ-ছয় ভেন্যুতে হলেও প্লে অফের খেলা হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে। বোর্ডের তরফে আপাতত দেশের করোনা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। দেশে করোনার টিকা পর্ব চালু হয়েছে। তবে জাতীয় দলের ক্রিকেটারদের টিকা দিতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে।

আইপিএলের আর বেশি দিন বাকি নেই। সামনের কয়েক সপ্তাহের মধ্যেই সূচি প্ৰকাশ করে দিতে পারে বোর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kings XI Punjab BCCI IPL
Advertisment