বায়ো বাবলে ক্লান্তি। সেই ক্লান্তি সইতে না পেরে এবার চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রাজস্থান রয়্যালসের ইংরেজ তারকা লিয়াম লিভিংস্টোন। মঙ্গলবারই এমনটা জানিয়ে দেয় রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
গত বছর থেকে টানা বাবলে কাটাচ্ছিলেন। তাই ক্লান্তির শিকার হয়ে পড়েন তিনি। সোমবারই তাই পত্রপাঠ আইপিএলের পাঠ চুকিয়ে সরাসরি দেশে উড়ে যান তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, লিভিংস্টোনের সিদ্ধান্তকে তারা সম্মান করেন। সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত তারা।
আরো পড়ুন: টি২০-তেও টেস্ট ইনিংস! রাজস্থানকে হারিয়ে উঠেই সমালোচকদের ঝাঁঝালো বার্তা ধোনির
"গত বছর থেকে টানা বাবলে কাটানোর পর ক্লান্তি সইতে না পেরে লিয়াম লিভিংস্টোন আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। ওঁর পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি। ওর সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছি। সবসময় ওকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত।" নিজেদের প্রকাশ করা প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়েছে রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
এই নিয়ে তিন ইংরেজ ক্রিকেটারকে নিয়ে সমস্যায় পড়ল রাজস্থান রয়্যালস। আঙুলে চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছেন বেন স্টোকস। কিছুদিন আগেই তিনি আইপিএল ছেড়েছেন। শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে রয়্যালসদের জার্সিতে নেই জোফ্রা আর্চারও। হাতে অস্ত্রোপচারের পর আর্চার অনুশীলনে ফিরেছেন। তিন ম্যাচ খেলার পর রাজস্থান রয়্যালস মাত্র ১টিতে জয় পেয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন