বায়ো বাবলে ক্লান্তির কথা বলে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন রাজস্থান রয়্যালসের ইংরেজ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তাঁর পরিবর্তে মরু শহরের ফ্র্যাঞ্চাইজি এবার নিল দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজিকে।
শনিবার রাতেই সরকারিভাবে এই ঘোষণা করে দিয়ে রাজস্থান জানিয়ে দেয়, আটটি টি২০ ম্যাচে অংশ নিয়ে কোয়েটজি ২৩.৩৩ গড়ে ৯ উইকেট নিয়েছেন। দু-বার যুব বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে।
রবিবারই অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তাঁর আগেই বড়সড় এমন ঘোষণা ভেসে এল রাজস্থানের পক্ষ থেকে।
আরো পড়ুন: করোনা কাড়ল ‘মিস্টার ইন্ডিয়া’র প্রাণ! মাত্র ৩৪ বছরে চলে গেলেন দেশের গর্ব জগদীশ
চলতি মরশুমে রয়্যালসদের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। তবে একদমই ছন্দে নেই রাজস্থান। হাফডজন ম্যাচ খেলার পর জয়ের সংখ্যা মাত্র দুটোতে। একের পর এক বিদেশি ক্রিকেটারদের হারিয়ে ধাক্কার পর ধাক্কা হজম করেছে রাজস্থান।
চলতি মরশুমে চার বিদেশিকে হারিয়েছে রাজস্থান। চোটের কারণে জোফ্রা আর্চার এবং বেন স্টোকস রাজস্থানের জার্সি চাপাতে পারেননি। অন্য ইংরেজ তারকা লিয়াম লিভিংস্টোন আবার বাবলের ক্লান্তির কারণে দেশে চলে গিয়েছেন। চতুর্থ বিদেশি হিসাবে এই ছেড়ে যাওয়ার তালিকায় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার এন্ড্রু টাই। ভারতে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়তে পারেন, এই আশঙ্কায় আগেভাগেই অস্ট্রেলিয়া রওনা দিয়েছেন টাই।
আর চার বিদেশিকে হারানোর পরে ট্রান্সফার মরশুমের শুরুতেই বাকি ফ্র্যাঞ্চাইজিদের কাছে কার্যত লোনে বিদেশি দেওয়ার আর্জি জানিয়েছে রাজস্থান রয়্যালস।
তারপরেই শনিবার প্রোটিয়াজ তারকাকে সই করিয়ে ফেলল রাজস্থান রয়্যালস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন