কেকেআর: ১৩৩/৯ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১৩৪/৪ (১৮.৫ ওভার)
কেকেআর, আবার হার! টানা চার নম্বর হেরে টুর্নামেন্টের মাঝপথ পেরোনোর আগেই প্লে অফের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলল নাইট রাইডার্স। লিগের সবথেকে নিচে থাকা রাজস্থান রয়্যালসের কাছেও ছয় উইকেটে হার হজম করল নাইটরা।
প্রথমে ব্যাট করে আরো একবার ব্যাটিং বিপর্যয়। আর মাত্র ১৩৪ রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসনের রয়্যালস বাহিনীর কোনো সমস্যাই হয়নি। ৭ বল বাকি থাকতেই সেই রান তুলে দিল পিঙ্ক সিটির দল। ক্যাপ্টেন সঞ্জু (৪২), ডেভিড মিলার (২৪), যশস্বী জয়সোয়াল (২২), শিবম দুবেদের(২২) এই রান তাড়া করতে কার্যত কোনো পরিশ্রমই করতে হয়নি।
আরো পড়ুন: অকারণে বারবার মেজাজ হারিয়ে বিতর্কে ক্রুনাল! সরাসরি জানানো হল, ‘ভদ্র হও’
চিপকের স্পিন সহায়ক উইকেট অতীত। এবার ব্যাটিংয়ের স্বর্গ মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলতে নেমে টানা দু-ম্যাচ হারল কেকেআর। তা-ও আবার জঘন্য ব্যাটিংয়ের নিদর্শন তুলে ধরে।
টসে জিতে কেকেআরকে ব্যাটিং করতে পাঠিয়েছিল রাজস্থান। আর শুরু থেকেই মন্থর ব্যাটিংয়ে নিজেদের ওপরেই চাপ বাড়িয়ে ফেলে কেকেআর। চেতন সাকারিয়া, মুস্তাফিজুর, জয়দেব উনাদকারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আরো একবার ব্যর্থ কেকেআরের টপ অর্ডার। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বড় রান গড়ার প্ল্যাটফর্মই রাসেলদের সামনে বানাতে পারেননি মর্গ্যানরা। রাহুল ত্রিপাঠি (৩৬), নীতিশ রানা (২২), দীনেশ কার্তিকদের (২৫) সামান্য অবদান বাদ দিলে বাকিরা ডাহা ব্যর্থ।
ক্যাপ্টেন মর্গ্যান এদিন ব্যাটিংয়ের সুযোগই পাননি। নন স্ট্রাইকিং এন্ডে থাকার সময়েই রান আউট হয়ে যান। শেষদিকে রাসেল (৯) কিংবা আগের ম্যাচের হিরো প্যাট কামিন্স (১০) দলের স্কোর বাড়াতে পারেননি।
এদিনের হারে কেকেআর লিগ তালিকার সবথেকে নীচে চলে গেল।
কেকেআর: নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী
রাজস্থান রয়্যালস: জস বাটলার, জশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকার, চেতন সাকারিয়া এবং মুস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন