আইপিএল শুরুর মুখেই দুঃসংবাদ। ২৩ বছরের অস্ট্রেলীয় উইকেটরক্ষক জোশ ফিলিপ খেলতে পারবেন না আরসিবির হয়ে। তাঁর পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সই করালো নিউজিল্যান্ডের ফিন এলেনকে।
আইপিএলের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিন এলেনকে আরসিবি জোশ ফিলিপের পরিবর্তে সই করালো। ফিলিপ আইপিএলের পুরো মরশুমেই খেলতে পারবেন না।"
আরো পড়ুন: সিএসকে দলে এবার ‘তরুণ’ মালিঙ্গা, আইপিএল শুরুর আগেই চমকে দিলেন ধোনিরা
গত বছর দুবাইয়ে আইপিএল সংস্করণে আরসিবি জার্সিতে ক্রোড়পতি লিগে অভিষেক ঘটান ফিলিপ। পাঁচ ম্যাচে ৭৮ রান করেন তিনি। তাঁর পরিবর্ত ফিন এলেন ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তিনটে হাফসেঞ্চুরি করেছেন।
চলতি বছরে কিউয়ি এই তারকা ১১ ইনিংসে ৫১২ রান করেছেন। সুপার স্মাশ লিগের সর্বোচ্চ স্কোরার তিনি। জোশ ফিলিপের মতোই নিলামে ফিলিপের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। এবারই আসন্ন আইপিএলে অভিষেক ঘটাবেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন