কিন্তু এত জোরে বল হাঁকানোর শক্তি কীভাবে পান, সেই বিষয়ও খোলসা করেছেন নাইট রাইডার্সের সুপারস্টার। কেকেআরের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই এই রহস্য ফাঁস করেছেন সতীর্থ ভেঙ্কটেশ আইয়ার এবং সাকিব আল হাসানকে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জানিয়েছেন, "প্রতিদিন ২০-৩০টা পুশ আপ করি। কারণ নিয়মিতভাবে ১০০ মিটার বা তার থেকেও বেশি দূরত্বের ছক্কা হাঁকাতে হলে, রোজ পরিশ্রম জরুরি।"
এরপরে রাসেল আরও বলেছেন, "এখন ব্যাটে বলের সংযোগ ঘটানোর সময় চেষ্টা করি পুরো শক্তি যেন বলের ওপরে পড়ে। অনেকেই শটের টাইমিংয়ে জোর দেয়। তারা স্রেফ বল বাউন্ডারিতে পাঠাতে পারলেই সন্তুষ্ট থাকে। তবে আমার লক্ষ্য থাকে এত জোরে হাঁকানো, যাতে মাঠে আবার নতুন বল আনতে হয়।" আর এভাবেই নাকি প্রতিপক্ষ বোলারদের ওপর মারণ-চাপ দিতে সমর্থ হন তিনি।
"ক্রিস গেইলের থেকে অনেক কিছু শিখেছি। ও আমাকে শুরুর দিকে বলত, আমি বল হাঁকানোর পরে বাউন্ডারি লাইনে আউট হয়ে যাওয়ার ভয়ে থাকতাম। সেই ভয় দূর করতে বাউন্ডারির ওপারে যাতে বল যায় সেটা নিশ্চিত করতে চাই প্রত্যেক শটে।" জানিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার।