Advertisment

KKR ম্যাচে হারের জের! কুৎসিত আক্রমণের মুখে ম্যাক্সওয়েল, অজি তারকার অন্তঃসত্ত্বা বান্ধবী

নেট মহলে তীব্র ট্রোল, গালিগালাজের মুখে পড়ছেন আরসিবি তারকারা। পাল্টা দিলেন গ্লেন ম্যাক্সওয়েলও। জানালেন, ভদ্র হতে শিখুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআর ম্যাচে হারের পরে কুরুচিকর আক্রমণের মুখে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান। তারপরেই ক্ষোভে ফুঁসে উঠতে দেখা গেল ম্যাড ম্যাক্স-কে। টানটান ম্যাচে সুনীল নারিনের ম্যাজিকে ভর করে কেকেআর শেষপর্যন্ত ফাইনালে ওঠার দিকে এগিয়ে গিয়েছে সোমবার।

Advertisment

মরণ বাঁচন ম্যাচে নারিন মাত্র ২১ রানের বিনিময়ে যেমন কোহলি, ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স সহ মোট ৪ উইকেট দখল করেছেন, তেমন ব্যাট হাতেও শেষদিকে ২৬ রানের দুরন্ত ইনিংস উপহার দেন।

আরও পড়ুন: বারবার ভুল আম্পায়ারের! ক্ষেপে তুলকালাম কান্ড কোহলির, দেখুন নাইট ম্যাচের বিস্ফোরক ভিডিও

আর নাইটদের কাছে বিধ্বস্ত হয়ে আরও একবার কাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পরে আরসিবি তারকাদের অকথ্য গালিগালাজ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সমর্থকদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন আমিরশাহি পর্বে সাত ম্যাচে ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ২৯০ রান হাঁকিয়ে যাওয়া ম্যাক্সওয়েল। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত খেললেও সোমবার ম্যাক্সওয়েল নারিনের সামনে দাঁড়াতে পারেননি। ১৮ বলে ১৫ রান করে আউট হয়ে যান।

গালিগালাজ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই দীর্ঘ পোস্টে পাল্টা আক্রমণ করেন অজি সুপারস্টার। লিখে দেন, "সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আবর্জনা রীতিমত বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। আমরাও মানুষ। যাঁরা প্রতিদিন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। গালিগালাজ না করে বরং ভদ্র হওয়ার চেষ্টা করুন।"

আরও পড়ুন: আইপিএলে অবসর নেতা কোহলির! নারিন গর্জনে ধুয়েমুছে সাফ আরসিবি

অশালীন সমর্থকদের একহাত নেওয়ার পরে 'প্রকৃত' সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ম্যাক্সওয়েল। "প্লেয়ারদের জন্য যাঁরা কৃতজ্ঞতা বরাদ্দ রাখে, সেই সমস্ত প্রকৃত সমর্থকদের ধন্যবাদ। দুর্ভাগ্যবশত কিছু ভয়ঙ্কর মানুষ সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, যাঁরা গোটা প্ল্যাটফর্মকে কলুষিত করছেন। প্লিজ ওদের মত হয়ো না।"

শুধু ম্যাক্সওয়েলই নন, আরসিবিতে খেলা অন্য অজি তারকা ড্যান ক্রিশ্চিয়ানও জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবীও অনলাইন গালিগালাজের শিকার। ম্যাক্সওয়েলের মতই সোমবার নিজেকে মেলে ধরতে পারেননি ক্রিশ্চিয়ান। ব্যাট হাতে অজি অলরাউন্ডার করেন মাত্র ৯ রান। ১.৪ ওভারে বোলিং করে ওভারপিছু ১৭.৪০ গড়ে খরচ করেন ২৯ রান।

publive-image

ড্যান ক্রিশ্চিয়ান ইনস্টাগ্রামে লেখেন, "আমার পার্টনারের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশন কেউ দেখুক। আমি এদিন রাতে একদমই ভাল খেলতে পারিনি। তবে এটাই তো স্পোর্টস। অনুগ্রহ করে আমার বান্ধবীকে এসব থেকে রেহাই দিন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL KKR RCB
Advertisment