Advertisment

কোহলির দলের তারকার ব্যাটে কচুকাটা বাংলাদেশ! লজ্জার হারে কালো অন্ধকারে টাইগাররা

ফিন আলেনের বিধ্বংসী ইনিংসে ভর করেই নিউজিল্যান্ড নির্ধারিত ১০ ওভারে ১৪১/৪ তোলে স্কোরবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফেব্রুয়ারির নিলামে আরসিবি সই করিয়েছিল নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ফিন আলেনকে। আর আইপিএল শুরুর আগেই তিনি বুঝিয়ে দিলেন, তাঁকে সই করিয়ে কোনো ভুল করেননি কোহলির দল। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ২৯ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে গেলেন কিউয়ি তারকা।

Advertisment

সেই ইনিংসের ঝড়েই কার্যত উড়ে গেল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত টি২০ ম্যাচে মার্টিন গুপ্তিলের (১৯ বলে ৪৪) সঙ্গে ওপেন করতে নেমেছিলেন আলেন। তারপরেই শুরু আলেন-ধামাকা। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারি হাঁকালেন তারকা। হাফসেঞ্চুরি করলেন মাত্র ১৮ বলে। দ্বিতীয় যুগ্ম দ্রুততম কিউয়ি ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরির এই নজির গড়লেন তিনি।

আরো পড়ুন: কোহলির দলের তারকার ব্যাটে কচুকাটা বাংলাদেশ! লজ্জার হারে কালো অন্ধকারে টাইগাররা

কিউয়ি তারকাদের মধ্যে দ্রুততম ফিফটি করার নজির রয়েছে কলিন মুনরোর। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৪ বলে ফিফটি করে যান তিনি।

এদিন ফিন আলেনের বিধ্বংসী ইনিংসে ভর করেই নিউজিল্যান্ড নির্ধারিত ১০ ওভারে ১৪১/৪ তোলে স্কোরবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ পুরো ১০ ওভারও ব্যাট করতে পারেনি। ৯.৩ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পদ্মাপাড়ের ক্রিকেটারদের ভাঙেন টিম সাউদি এবং টড আশলে। দুজনে নেন যথাক্রমে ৩ টি এবং ৪টি উইকেট। বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ স্কোর ওপেনার মহম্মদ নঈমের (১৯)।

যাইহোক, এবার আইপিএলে ব্যক্তিগত কারণে খেলছেন না আরসিবির জস ফিলিপ। তাঁর পরিবর্তে আলেনকে তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকায় সই করে আরসিবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh Cricket New Zealand RCB
Advertisment