নিলামের আগে কেকেআর ইয়ন মর্গ্যান এবং দীনেশ কার্তিককে রিলিজ করতে বাধ্য হয়েছে। আপাতত আসন্ন নিলামে কেকেআরের মূল লক্ষ্য একজন ভাল অধিনায়কের সন্ধান করা। কেকেআরের সঙ্গেই এবার নিলামে আরসিবি, পাঞ্জাব কিংস, লখনৌ, আহমেদাবাদ অধিনায়কের খোঁজে থাকবে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিদেরই আপাতত নজরে রয়েছেন শ্রেয়স আইয়ার।
জানা যাচ্ছে ঋষভ পন্থ ক্যাপ্টেন হবে, এমন চূড়ান্ত খবর পেয়েই দিল্লি ক্যাপিটালস ছাড়তে বাধ্য হয়েছেন শ্রেয়স। নিলামের আগে নিয়ম মেনে শ্রেয়স আইয়ারকে কিনে নিতে পারে দুই নয়া ফ্র্যাঞ্চাইজি- লখনৌ এবং আহমেদাবাদ। তবে কোনও কারণে শ্রেয়স নিলামের টেবিলে থাকলে, ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে যুযুধান লড়াই হতে পারে। কেকেআর সম্ভবত নিজেদের সমস্ত শক্তি উজাড় করে দিতে চাইবেন শ্রেয়সের জন্য।
আরও পড়ুন: IPL-এ ১০০ কোটিতে নারিন! কোটি কোটি টাকা কামিয়ে ইতিহাসে KKR সুপারস্টার
নিলামে কেকেআরের যে তিন রণকৌশল রয়েছে শ্রেয়সের জন্য দেখে নেওয়া যাক-
১) শ্রেয়স আইয়ার, নির্ভরযোগ্য ব্যাটসম্যান: শ্রেয়স আইয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তারকা। সীমিত ওভার মাতানোর পরে আইয়ার আবার টেস্টেও অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত প্রমাণ করেছেন। পেস এবং স্পিন- দুইয়ের বিরুদ্ধেই সাবলীল শ্রেয়স। আক্রমণাত্মক যেমন হতে পারেন, তেমন প্রয়োজনে শিট এঙ্করের ভূমিকা পালন করতেও রীতিমত দক্ষ তিনি।
ইডেন গার্ডেন্সে বল পড়ে পিচে বল আসে সমান গতিতে। এমন পিচে শ্রেয়স কার্যকরী হতে পারেন। এছাড়াও শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠিদের ছেড়ে দেওয়ার পরে কেকেআরের টপ অর্ডারে একজন নির্ভরযোগ্য তারকার দরকার। আন্দ্রে রাসেল ফিনিশারের ভূমিকা পালন করবেন। টপ অর্ডারে শ্রেয়সকে কেন্দ্র করে নিজেদের গুছিয়ে নিতে পারবে কেকেআর।
আরও পড়ুন: KKR ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীর! নিলামের আগেই মহা দলবদল IPL-এ
২) শ্রেয়স আইয়ার, দীর্ঘমেয়াদি বিনিয়োগ: আইপিএলে নিয়মিত। ইতিমধ্যেই টুর্নামেন্টে ৮৮ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে বয়স কম। কেরিয়ারের সেরা সময় এখনও সামনে পড়ে রয়েছে মুম্বইকরের। গম্ভীরের পরে শ্রেয়স আইয়ারের হাত ধরে সোনালি সময় ফিরে আসতে পারে কেকেআরে। এর আগে সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়ে মস্ত ভুল করেছিল কেকেআর। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই শ্রেয়সের মত তরুণ তুর্কিকে দলে ভেড়াতে পারে নাইটরা।
৩) শ্রেয়স আইয়ার, দুরন্ত ক্যাপ্টেন- গৌতম গম্ভীরের হাত থেকে ২০১৮-য় আনকোরা শ্রেয়সের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল তখনকার দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজি। তারপরে ফ্র্যাঞ্চাইজিকে ৪১ ম্যাচে নেতৃত্ব দিয়ে দিল্লিকে তারকা জিতিয়েছেন ২৩ ম্যাচে। হার ১৮তে। অধিনায়ক হিসেবে তুখোড় রণকৌশল কষতে দক্ষ শ্রেয়স। আবার পরিকল্পনা মত দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। তাই শ্রেয়স কেকেআরে এলে খারাপ হবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন