Advertisment

জাতীয় দলে টানা ব্যর্থ! পন্থের IPL নেতৃত্ব নিয়ে বড় আপডেট দিল্লি ক্যাপিটালসের

শ্রেয়স আইয়ার ফিট হয়ে দলে ফিরে এসেছেন। আইপিএলে প্রত্যাবর্তন করেছেন তারকা ক্রিকেটার। তবে এর মধ্যেই খবর, পন্থকেই নেতৃত্বে রাখছে দিল্লি ক্যাপিটালস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রেয়স আইয়ার ফিট হয়ে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন। তবে এখনই ফ্র্যাঞ্চাইজি নেতৃত্বের আর্মব্যান্ড পাচ্ছেন না আইয়ার। ঋষভ পন্থকে নেতৃত্বে রেখেই দিল্লি বাকি আইপিএল খেলবে। এমনটাই জানা যাচ্ছে। বছরের শুরুতেই আইপিএল শুরুর আগে কাঁধে চোট পেয়ে শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছিলেন। তারপরে ঋষভ পন্থকে ক্যাপ্টেন করে দিল্লি ক্যাপিটালস।

Advertisment

তবে দীর্ঘদিনের চোট সরিয়ে বর্তমানে ফিট শ্রেয়স আইয়ার। দুবাইয়ে ফ্র্যাঞ্চাইজি পাড়ি দেওয়ার আগেই তিনি চলে গিয়েছিলেন। অনুশীলন পর্ব আগেভাগেই শুরু করে দিয়েছিলেন তারকা ক্রিকেটার। তবে নেতৃত্বের দায়িত্ব তিনি এখনই ফেরত পাচ্ছেন না। স্পোর্টসক্রীড়া-র প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের আমিরশাহি পর্বে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পালন করবেন পন্থই।

আরও পড়ুন: বনগাঁর তনয় এবার টি২০ বিশ্বকাপে! রোহিত-কোহলিদের সামনেই অগ্নিপরীক্ষা দিনমজুরের ছেলের

দিল্লি ক্যাপিটালসের এক সূত্র স্পোর্টসক্রীড়া-কে জানিয়েছেন, "শ্রেয়স আইয়ার পুরো ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এটা দলের কাছে ভীষণ আনন্দের খবর। তবে ফ্র্যাঞ্চাইজি চায়, আরও সময় নিয়ে রিকভারির সেরে নিন আইয়ার। তাই আইপিএলের দ্বিতীয় পর্বে পন্থই নেতৃত্বের দায়িত্বে থাকবেন। তবে শুধু আমিরশাহি পর্বেই।"

নেতৃত্বের দায়িত্ব বেশ উপভোগ করছেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। পন্থের ক্যাপ্টেনশিপে প্ৰথম ম্যাচেই ধোনির সিএসকেকে হারিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল। তারপরে সাতটা ম্যাচে আরও পাঁচটা জিতেছে দিল্লি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষে।

আরও পড়ুন: আইপিএল শেষ জাতীয় দলের সুপারস্টারের, শিকে ছিড়ল বাংলার তারকার

ভারতে যে আগুনে ফর্মে পাওয়া গিয়েছিল দিল্লিকে। সেই ফর্মই বাকি আইপিএলে ধরে রাখতে চাইছে দিল্লি ক্যাপিটালস। সেপ্টেম্বরের ২২ তারিখে দ্বিতীয় পর্বের আইপিএল দিল্লি সূচনা করবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

আরও পড়ুন: ওয়ানডের সর্বকালের সেরা বোলিংয়ের নজির তাঁরই! আচমকা অবসর ঘোষণা তারকা ভারতীয়র

এখনও সরকারিভাবে নেতৃত্বের বিষয়ে কিছু খোলসা করে বলেনি দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ারকে রিকভারির সুযোগ দিয়ে পন্থকেই বাকি আইপিএলে দিল্লি নেতৃত্বে রাখে কিনা, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Rishabh Pant Cricket News IPL Delhi Capitals
Advertisment