Advertisment

স্মিথ-রাহানেকে সরিয়ে দিল্লির নেতা! নেতৃত্ব পেয়েই পন্থ জানালেন স্বপ্নের কথা

অস্ট্রেলিয়া সফর থেকেই দেখা যায় নতুন পন্থকে। শুধু উইকেটকিপার হিসাবে নয়, ব্যাট হাতে একের পর এক স্মরণীয় ইনিংস উপহার দিয়ে চলেছেন অজি সফর থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ঋষভ পন্থকেই নেতৃত্ব তুলে দিল দিল্লি ক্যাপিটালস। সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ চলাকালীনই কাঁধের হাড় সরে যায় দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের। তারপর থেকেই শ্রেয়স আইয়ারের পরিবর্ত নেতা খুঁজছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

দলের সমস্ত অপশন বিবেচনা করার পর মঙ্গলবারেই ক্যাপিটালসের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পন্থকেই বাছা হয়েছে পরের নেতা। গত সাড়ে ৪ মাস ধরেই অবিশ্বাস্য স্বপ্নের ছন্দে রয়েছে পন্থ। তারই যেন পুরস্কার দেওয়া হল স্থানীয় তারকাকে।

আরো পড়ুন: পেইনকে সরিয়ে নেতা হতে চাইছেন স্মিথ! অজি ক্রিকেটে তোলপাড় ফেলা খবর

দিল্লি দলে সিনিয়র ক্রিকেটার হিসেবে রয়েছেন শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানের মত নেতা। আবার স্টিভ স্মিথও ছিলেন নেতৃত্বের দাবিদার।

অধিনায়কত্ব হাসিল করার পরে ঋষভ পন্থ জানিয়ে দিলেন, দিল্লি দলকে নেতৃত্ব দেওয়া তাঁর স্বপ্ন ছিল। "দিল্লিতেই আমি বেড়ে উঠেছি। ছয় বছর আগে এখানেই আইপিএল অভিযান শুরু হয়েছিল আমার। সবসময় স্বপ্ন দেখে এসেছি, এই দলকে নেতৃত্ব দেব। এদিন আমার স্বপ্ন সত্যি হল। টিম ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ যাঁরা আমাকে নেতৃত্বের জন্য বিবেচনা করেছেন।"

এমনটা জানিয়ে পন্থ আরো বলেন, "দুর্দান্ত এক কোচিং স্টাফ সেই সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা-দলকে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।"

২০১৯ বিশ্বকাপের পরে পন্থের কেরিয়ার বড়সড় ধাক্কা খেয়েছিল। প্রায় সব ফরম্যাটেই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন। ফর্ম এবং ফিটনেসের কারণে প্রথম একাদশের বাইরেই বসতে হয় তাঁকে। গত বছরের আইপিএলেও সেরকম ফর্মে দেখা যায়নি তাঁকে।

তারপরেই ফিটনেস এবং ব্যাটিং স্কিলের ওপর দারুণ পরিশ্রম করেন দিল্লির তারকা। অস্ট্রেলিয়া সফর থেকেই দেখা যায় নতুন পন্থকে। শুধু উইকেটকিপার হিসাবে নয়, ব্যাট হাতে একের পর এক স্মরণীয় ইনিংস উপহার দিয়ে চলেছেন অজি সফর থেকে। লকডাউনের পর বিশ্বক্রিকেটে সবথেকে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে আবির্ভূত হয়েছেন তরুণ তারকা।

যাইহোক, প্রথম ওডিআই চলাকালীনই ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। এপ্রিলের ৮ তারিখে শ্রেয়সের অস্ত্রোপচার হওয়ায় কথা। তারপর পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant Delhi Capitals
Advertisment