Advertisment

কোহলির হাত থেকে নেতৃত্ব নেবেন পন্থ, চরম পূর্বাভাস আজহারের

জাতীয় দলের অন্যতম সফল প্রাক্তন এই অধিনায়ক মনে করছেন ঋষভ পন্থের আক্রমণাত্মক ব্রান্ডের ক্রিকেটে টিম ইন্ডিয়া ভবিষ্যতে আরো সুবিধা পাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় দলে বিরাট কোহলির হাত থেকে অদূর ভবিষ্যতে নেতৃত্বের রাজমুকুট উঠতে চলেছে ঋষভ পন্থের কাছেই। এমনটাই দাবি করে এবার হইচই ফেলে দিলেন মহম্মদ আজহারউদ্দিন। চলতি সপ্তাহের শুরুতেই দিল্লি ক্যাপিটালস দলে চোট পেয়ে ছিটকে যাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্তে ঋষভ পন্থের নাম ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হয়েছে।

Advertisment

বড়সড় সেই ঘোষণার পরেই মহম্মদ আজহারউদ্দিনের টুইট, "গত কয়েকটা মাস ঋষভ পন্থের দুর্দান্ত গিয়েছে। সব ধরণের ফরম্যাটেই ও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে ওঁকে যদি নির্বাচকরা সম্ভাব্য ক্যাপ্টেনের তালিকায় প্রথমের সারিতে রাখে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওঁর আগ্রাসী ক্রিকেটে জাতীয় ফল উপকৃতই হবে।"

আরো পড়ুন: ক্যাপ্টেন গম্ভীর অপরিণত ছিলেন! চাঞ্চল্যকর দাবি KKR সুপারস্টারের

জাতীয় দলের অন্যতম সফল প্রাক্তন এই অধিনায়ক মনে করছেন ঋষভ পন্থের আক্রমণাত্মক ব্রান্ডের ক্রিকেটে টিম ইন্ডিয়া ভবিষ্যতে আরো সুবিধা পাবে।

যাইহোক, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার পরে পন্থের বিষয়ে এর আগে কোচ রিকি পন্টিং বলেছিলেন, "তরুণ ঋষভ পন্থের কাছে দারুণ সুযোগ আসতে চলেছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর ওঁর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।"

দিল্লি দলে সিনিয়র ক্রিকেটার হিসেবে রয়েছেন শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানের মত নেতা। আবার স্টিভ স্মিথও ছিলেন নেতৃত্বের দাবিদার। তবে তরুণদের সামনে এগিয়ে দেওয়ার পলিসি মেনেই ক্যাপিটালস ক্যাপ্টেন বেছে নেয় ঋষভকে।

প্রসঙ্গত, এর আগে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দিয়ে দিল্লিকে ফাইনালে তুলেছিলেন পন্থ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant Indian Cricket Team
Advertisment