Advertisment

মরণ-বাঁচন ম্যাচে রোহিতের কাছে অদ্ভুত আবদার! সমর্থকের কীর্তিতে চোখ কপালে হিটম্যানের

বিশ্বকাপে ভারত এখনও পাকিস্তানের কাছে অপরাজিত। সীমিত ওভারের ফরম্যাটে ভারত বর্তমানে অনেক এগিয়ে। পাকিস্তানের পরে ভারত নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অসম্ভবকে সম্ভব করার তাগিদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম থেকেই আড়াইশো রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুম্বই শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তুলল ২৩৫ রান। চলতি মরশুমে প্ৰথমবার কোনও দল হিসেবে ২০০ প্লাস রান স্কোরবোর্ডে তোলার নজির গড়ল মুম্বই।

Advertisment

ঈশান কিষান (৩২ বলে ৮৪) এবং সূর্যকুমার যাদবের (৪০ বলে ৮২) বিস্ফোরক ব্যাটে ভর করে মুম্বই সানরাইজার্সকে পাহাড়প্রমাণ টার্গেট ঝুলিয়েও শেষরক্ষা করতে পারলেন না রোহিত শর্মারা। সানরাইজার্সকে শেষ ম্যাচে ৪২ রানে হারালেও কেকেআরের কাছে নেট রান রেটে পিছিয়ে পড়ে প্লে অফের দরজা থেকে বিদায় নেয় মুম্বই। প্লে অফে ওঠার জন্য মুম্বইকে ন্যূনতম ১৭০ রানে জিততেই হত।

আরও পড়ুন: ভারতের কোচ হওয়ার বিষাক্ত পরিকল্পনায় IPL-এ বাদ ওয়ার্নার! ষড়যন্ত্রের রিপোর্ট প্রকাশ্যে

শুক্রবার হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচেই সমর্থকদের বিশেষ আবদার আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলতি মাসের ২৪ তারিখে ভারত বিশ্বকাপে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। উত্তেজক সেই ম্যাচের দুটো টিকিটের আবদার করা হল স্বয়ং রোহিত শর্মাকে। মুম্বইয়ের ইনিংসের ১২ তম ওভারের ঘটনা। সেই সময়েই গ্যালারিতে দেখা গেল রোহিত শর্মার উদ্দেশ্যে অদ্ভুত আর্জির প্ল্যাকার্ড নিয়ে এক সমর্থক। মূহূর্তেই সেই ছবি ভাইরাল।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। দ্বিপাক্ষিক সিরিজ নয়, কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টে দুই দেশ মুখোমুখি হওয়ায় সমর্থকদের প্রতীক্ষা আর বাঁধ মানছে না। শেষবার দুই পড়শি দেশ বাইশগজে মোকাবিলা করেছিল ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে।

বিশ্বকাপে ভারত এখনও পাকিস্তানের কাছে অপরাজিত। সীমিত ওভারের ফরম্যাটে ভারত বর্তমানে অনেক এগিয়ে। পাকিস্তানের পরে ভারত নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। নভেম্বরের ৩, ৫ এবং ৮ তারিখে বাকি গ্রুপের ম্যাচে ভারতকে দেখা যাবে। টি২০ বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rohit Sharma Pakistan Cricket Indian Cricket Team
Advertisment