মুম্বইয়ে যে টিম হোটেলে রয়েছেন, সেখানে ওয়াইফাই নেই। এমনই অভিযোগ করলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম বিলিংস। আইপিএল শুরুর আগেই দিল্লি দল মুম্বইয়ে চলে এসেছে। যেখানে তাদের শুরুর কয়েকটি ম্যাচ খেলতে হবে। দিল্লি দলেই রয়েছেন বিলিংস। ১০ তারিখে আইপিএলের দ্বিতীয় ম্যাচেই দিল্লি মুখোমুখি হবে সিএসকে-র।
তার আগে মুম্বইয়ে ট্রেনিং ক্যাম্পে জড়ো হয়েছেন দিল্লির তারকা ক্রিকেটাররা। এদের মধ্যে কেউ হয়ত অবিশ্যিক কোয়ারেন্টাইন পর্ব সেরে ফেলেছেন, কেউ আবার সরাসরি ট্রেনিংয়ে যোগ দিয়েছেন। স্যাম বিলিংস যে হোটেলে কোয়ারেন্টাইন সারছেন, সেই হোটেলেই ওয়াইফাই-য়ের স্ট্যাট নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সমর্থকদের জিজ্ঞাসা করেন ভারতে কোন নেটওয়ার্কের ওয়াইফাই দ্রুতগতির। "হোটেলের ওয়াইফাই কার্যত অদৃশ্য। ভারতে কোন ওয়াইফাই ডঙ্গল সেরা, প্লিজ তোমাদের মতামত দাও।" সেখানে তাঁর ফলোয়াররা জিও ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। জিও, এয়ারটেলের মধ্যে ভোটাভুটিতে সবথেকে বেশি ভোট পরে জিও-র ঘরেই।
আরো পড়ুন: বোর্ডের নিয়ম ভেঙে বিপাকে কোহলি! IPL-এর আগেই শাস্তি পাচ্ছেন সুপারস্টার
চলতি বছরের শুরুর দিকেই দিল্লি ক্যাপিটালস স্যাম বিলিংস-কে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় কেনে। এর আগেও দিল্লি দলের সদস্য হয়েছিলেন ইংরেজ তারকা। সদ্য সমাপ্ত ইংল্যান্ড বনাম ভারতের একদিনের সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। তবে প্রথম ম্যাচেই চোট পান তিনি। তারপরেই জাতীয় দলের খেলার পাট চুকিয়ে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে।
দিল্লি দলেই রয়েছেন বিলিংসের স্বদেশীয় সতীর্থ টম কুরান এবং ক্রিস ওকস। মঙ্গলবারই দিল্লি ক্যাপিটালস দল সরকারিভাবে জানিয়ে দিয়েছে, আসন্ন আইপিএলে শ্রেয়স আইয়ারের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ। গতবার আইপিএলের ফাইনালে পৌঁছয় ক্যাপিটালস। তবে এবার পন্থের হাত ধরে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাবে তারা। শ্রেয়স আইয়ার ছাড়াও আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি পাবে না তাদের দুই প্রোটিয়াজ তারকা এনরিখ নর্তজে এবং কাগিসো রাবাদাকে। দুজনেই জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ব্যস্ত থাকবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন