প্লে অফে নামার আগেই বিপাকে কেকেআর শিবির। নাইট রাইডার্স শিবির ছাড়ছেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমানের সঙ্গে জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেবেন তিনি। এমনটাই বলা হয়েছে একাধিক প্রতিবেদনে।
কেকেআর সোমবার প্রথম এলিমিনেটরে নামছে আরসিবির বিরুদ্ধে। আরসিবি হার্ডল পেরোলে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের মুখোমুখি হতে হবে ফাইনালে যাওয়ার যুদ্ধে। দুই বাধা অতিক্রম করতে পারলেই ফাইনালে মর্গ্যানের কেকেআর।
আরও পড়ুন: চেন্নাইকে চ্যাম্পিয়ন দেখতে চান না গম্ভীর! ঘুরিয়ে পেঁচিয়ে প্রকাশ ধোনি-বিদ্বেষ
তবে আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ধাক্কা খেল কেকেআর। একাধিক প্রচারমাধ্যমে দাবি করা হয়েছে, সাকিব নাকি ইতিমধ্যেই নাইট শিবির ছেড়ে জাতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছেন। আরসিবির ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরাও অনুরোধ করেছেন যেন ফ্র্যাঞ্চাইজি তাঁদের ছেড়ে দেয় বিশ্বকাপের প্রস্তুতির জন্য।
বাংলাদেশের প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, দুবাইয়ে ক্যাম্প করলেও বাংলাদেশ রবিবার আবু ধাবি রওনা দিয়েছে। অক্টোবরের ১২ তারিখে আবু ধাবিতে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এমনিতে দুবাই থেকে আবু ধাবি রওনা হওয়ার জন্য বাংলাদেশ দলের ৯ অক্টোবর দিন নির্ধারিত ছিল। তবে হঠাৎ সেই পরিকল্পনা একদিন পিছিয়ে যায়। তাছাড়া একদিনের কোয়ারেন্টিনও সারতে হবে প্রত্যেককে। সেই কথা মাথায় রেখে সাকিব নাকি আইপিএল ছেড়ে আপাতত জাতীয় দলের সঙ্গে। যদিও সরকারিভাবে কেকেআরের তরফে এমন খবর স্বীকার করা হয়নি।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে আবেগী বার্তা আম্বানির! আকাশের ভিডিওয় চোখে জল আইপিএলের
টিম কম্বিনেশনের কারণে এবার আইপিএলে বেশি ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। পাঁচ ম্যাচে খেলে সাকিব মাত্র ৪ উইকেট সংগ্রহ করেছেন। করেছেন মোট ৩৮ রান। আগামী মরশুমে কেকেআর জার্সিতে সাকিবকে আর দেখা যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ মেগা নিলামের আগে স্কোয়াডের মাত্র দুজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে নিলামের টেবিলেই সম্ভবত থাকবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
যাইহোক, সাকিব বেশি ম্যাচে সুযোগ না পেলেও কামাল করেছে নাইট রাইডার্স। আমিরশাহি পর্বে সাতটা ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে মর্গ্যানের দল। শেষ পর্যন্ত নেট রানরেটের বিচারে মুম্বইকে টেক্কা দিয়ে নাইটরা প্লে অফে পৌঁছে গিয়েছে।
অক্টোবরের ১৫ তারিখে বাংলাদেশ ওমানে চলে যাচ্ছে। অক্টোবরের ১৭ তারিখে বাংলাদেশ টুর্নামেন্টে প্ৰথম ম্যাচে খেলতে নামবে স্কটল্যান্ডের বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন