Advertisment

স্টেইনের চোখে জল আনলেন কেকেআরের তরুণ তুর্কি! আপ্লুত হয়ে স্বীকার প্রোটিয়াজ তারকার

পেস ত্রয়ীর দাপটেই পাঞ্জাব ১২ বলের মধ্যে কেএল রাহুল, দীপক হুডা, ক্রিস গেইলকে হারায়। পাঞ্জাবকে শেষ পর্যন্ত কেকেআর ১২৩ রানে আটকে রাখার পর ১৭ ওভারের মধ্যেই সেই রান তুলে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআরের তরুণ ভারতীয় পেসার শিভম মাভি জানিয়ে দিয়েছিলেন, ডেল স্টেইন-ই তাঁর আইডল। তাঁর মতোই আউটসুইংগার করতে চান তিনি। এটা শুনে চোখে জল চলে এল ডেল স্টেইনের। মাভির মন্তব্যে আপ্লুত স্টেইন নিজেও।

Advertisment

সোমবার আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারানোর ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিভম মাভি। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। পাঞ্জাবের ব্যাটিংয়ে ধস নামানোর কাজ শুরু করেন তিনি। ৪ ওভারের কোটায় ১৫টা ডট বল করেন। ক্রিস গেইলকে বোল্ডও করে দেন। তারপরেই প্যাট কামিন্স এবং প্রসিদ্ধ কৃষ্ণ চড়াও হন পাঞ্জাব ব্যাটিং অর্ডারে।

আরো পড়ুন: করোনার বিষাক্ত ছোবলে কি বন্ধ হবে আইপিএল! জানিয়ে দিলেন সৌরভ

এই পেস ত্রয়ীর দাপটেই পাঞ্জাব ১২ বলের মধ্যে কেএল রাহুল, দীপক হুডা, ক্রিস গেইলকে হারায়। পাঞ্জাবকে শেষ পর্যন্ত কেকেআর ১২৩ রানে আটকে রাখার পর ১৭ ওভারের মধ্যেই সেই রান তুলে দেয়। হাতে ৫ উইকেট নিয়ে।

সেই ম্যাচের পরেই শিভম মাভি জানিয়ে দেন, "ক্রিকেট খেলা শুরুর প্রথম দিন থেকেই ডেল স্টেইনকে ফলো করতাম। ডেল স্টেইনকে দেখেই আউট সুইংগার দিতে চাইতাম। বুমরা, ভুবনেশ্বর কুমার কী করছে, সেটা নজর রাখি। তবে স্টেইনই আমার আদর্শ।" এই বক্তব্য শুনেই বিগলিত হয়ে পড়েন প্রোটিয়াজ সুপারস্টার পেসার।

ক্রিকইনফো-কে এরপরেই তিনি বলে দিয়েছেন, "সত্যি কথা বলতে তরুণ এই পেসারের কাছে এই স্বীকৃতি পেয়ে অসম্ভব ভাল লাগছে। আমার চোখে জল চলে এসেছিল এমন কথা শুনে। বাকিদের ওপর প্রভাব বিস্তার করতে পারব, এমনটা ভেবে কখনই খেলা শুরু করিনি।" মাভিকে তিনি বিশ্বের সেরাদের একজন গড়ে তুলতে সাহায্য করার প্রতিশ্রতি দিয়েছেন। বলে দিয়েছেন, "এরকম পারফরম্যান্স ওঁকে ধরে রাখতে হবে। যাতে একদিন ওঁকে ওঁর স্বপ্নের দল টিম ইন্ডিয়ায় খেলতে দেখা যায়। কেকেআরেও আরো বড়সড় ভূমিকা নিতে পারে ও। ওকে সাহায্য করতে আমি তৈরি।"

আইপিএলে আগামী দিনে আরো নজরকাড়া পারফরম্যান্স করে স্টেইনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন কেকেআর পেসার? সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR IPL
Advertisment