মাত্র ২.২ কোটি টাকায় নিলামে বিক্রি হলেন স্টিভ স্মিথ। রাজস্থান রয়্যালস থেকে স্টিভ স্মিথের নতুন ঠিকানা আপাতত দিল্লি ক্যাপিটালস।
এত কম দামে স্মিথকে পেয়ে উচ্ছ্বসিত দিল্লির সহকারী কোচ মহম্মদ কাইফ। তিনি অজি সুপারস্টারকে নিয়ে বলে দিয়েছেন, "অমিত মিশ্র এবং ইশান্ত শর্মা চোট পাওয়ার পরই বুঝেছিলাম, আন্তর্জাতিক ব্যাক আপ ক্রিকেটার স্কোয়াডে রাখতে হবে। এত কম দামে স্মিথকে পাওয়ায় আমরা বেশ ভাগ্যবান। ওর জন্য আরো অর্থ খরচ করতে আমরা প্রস্তুত ছিলাম।"
আরো পড়ুন: আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার মরিস! ভেঙে দিলেন সব রেকর্ড
গত মরশুমে রাজস্থান রয়্যালসের নেতা ছিলেন স্মিথ। তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি। ১৪ ম্যাচে ২৫.৯১ গড়ে করেছেন মাত্র ৩১১ রান। মাত্র ৩টে অর্ধশতক করেন তিনি। স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩১.২২।
আরো পড়ুন: দেখ কেমন লাগে! শাহরুখকে নিলামে কিনে প্রীতির চাহনি নাইটদের টেবিলে, রইল ভিডিও
গত আইপিএলে রাজস্থান রয়্যালস লিগ তালিকায় শেষে ফিনিশ করে। তারপরেই স্মিথকে রাজস্থান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র ২ কোটি টাকা বেস প্রাইস রেখে নিলামে নামেন অজি তারকা। ২০১৮ সালে আইপিএলের নিলামের আগে রাজস্থান স্মিথকে রিটেন করেছিল ১২.৫ কোটি টাকায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন