শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পরে দিল্লি নেতৃত্বের অন্যতম দাবিদার ছিলেন তিনি। তবে তিনি অবাক হয়ে দেখেছেন, তাঁর পরিবর্তে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অনভিজ্ঞ ঋষভ পন্থের হাতে। স্টিভ স্মিথ অবশ্য সেই আক্ষেপ দূরে সরিয়ে পন্থের অধীনে খেলতে মুখিয়ে রয়েছেন।
বর্তমানে তিনি বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইন পর্ব সারছেন। একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, "আর কয়েকদিনের মধ্যেই দিল্লির জার্সিতে নেমে পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে রিকি, ঋষভ এবং বাকিদের সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে রয়েছি। আমাদের স্কোয়াডটা এবার বেশ ভালো। তাই আর তর সইছে ন।"
আরো পড়ুন: কেউ নেয়নি আইপিএলে! দেশ ছেড়ে বিদেশে খেলবেন অস্ট্রেলীয় সফরের নায়ক হনুমা
এরপরেই ক্যাপ্টেন পন্থের প্রসঙ্গ এনেছেন তিনি। এবারই তুলনামূলকভাবে অনভিজ্ঞ পন্থের নেতৃত্বে খেলতে হবে তাঁকে। ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই কাঁধে চোট পেয়ে আইপিএল থেকে।ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তারপরেই ২৩ বছরের উইকেটকিপার ব্যাটসম্যানের নাম ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষ হিসাবে ছিলেন পন্থের। এবারে সতীর্থ হয়ে একই দলের জার্সি পড়বেন দুজনে।
আরো পড়ুন: ধোনি না রোহিত! IPL-এ সেরার সেরা ক্যাপ্টেন কে, দুরন্ত একাদশ গড়ে বাছলেন গাভাসকার
তাই স্মিথ বলে দিয়েছেন, "ঋষভ পন্থ অধিনায়ক হিসেবে কেমন করে, তা দেখার আগ্রহ রয়েছে। গত কয়েকমাস ধরেই আমরা দেখেছি ও কতটা ভালো একজন ক্রিকেটার। নিজের খেলা সম্পূর্ণভাবে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ও। ওকেই ক্যাপ্টেনশিপ মানায়। ওর নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি আমরা এবার ভালো করতে পারব।"
আরো পড়ুন: মৌলবাদীদের তোষন করেন সাকিব! মঈনের পর তসলিমার বোমার মুখে কেকেআরের তারকা
গত মরশুমে খারাপ পারফরম্যান্স করার পরেই রাজস্থান রয়্যালস রিলিজ করে দিয়েছিল স্টিভ স্মিথকে। তারপরেই স্মিথকে একদমই কমদামে মাত্র ২.২ কোটি টাকায় ঘরে তোলে দিল্লি ক্যাপিটালস। স্মিথ আরো জানিয়েছেন, পৃথ্বী শ-এর অনেক প্রশংসা তিনি হেড কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে শুনেছেন। "পৃথ্বী শ এবার কেমন পারফর্ম করে দেখতে চাই। রিকি পন্টিংয়ের মুখে ওঁকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি। ও দারুণ প্রতিভাবান সন্দেহ নেই। কীভাবে ও এবার খেলে, সামনে থেকে দেখতে চাই।" বলে দিয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন