Advertisment

নিলামে কম টাকা পাওয়া অতীত! দিল্লিকে এবার নয়া বার্তা দিলেন স্মিথ

গত মরশুমে রাজস্থান রয়্যালসের নেতা ছিলেন স্মিথ। তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি। ১৪ ম্যাচে ২৫.৯১ গড়ে করেছেন মাত্র ৩১১ রান। মাত্র ৩টে অর্ধশতক করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিলামে মাত্র ২.২০ কোটি টাকা পেয়েছেন। তবে সেই স্মৃতি এড়িয়ে স্টিভ স্মিথ জানিয়ে দিলেন, তিনি দিল্লি ক্যাপিটালসকে প্রথমবারের মত ট্রফি জিততে সাহায্য করতে চান।

Advertisment

৩১ বছরের তারকা অজিকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার নিলামে অল্প দামেই স্মিথকে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

আরো পড়ুন: এত কম টাকায় খেলবেন না! আইপিএল থেকে সরে দাঁড়ানোর পথে স্মিথ

স্মিথ এদিন জানিয়ে দেন, "চলতি বছরে দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। দলে দুরন্ত সমস্ত ক্রিকেটার রয়েছে। দারুন একজন কোচ রয়েছেন। ওখানে গিয়ে কিছু ভালো স্মৃতি তৈরি করতে চাই। এবং আশা করি এবার আর একধাপ ওদের এগোতে সাহায্য করতে পারব। তোমাদের জন্য আর তর সইছে না।"

গত মরশুমে রাজস্থান রয়্যালসের নেতা ছিলেন স্মিথ। তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি। ১৪ ম্যাচে ২৫.৯১ গড়ে করেছেন মাত্র ৩১১ রান। মাত্র ৩টে অর্ধশতক করেন তিনি। স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩১.২২। সবমিলিয়ে এখনো পর্যন্ত স্মিথ ৯৫টি আইপিএল ম্যাচে করেছেন ২৩৩৩ রান। গড় ৩৫.৩৪।

গত আইপিএলে রাজস্থান রয়্যালস লিগ তালিকায় শেষে ফিনিশ করে। তারপরেই স্মিথকে রাজস্থান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র ২ কোটি টাকা বেস প্রাইস রেখে নিলামে নামেন অজি তারকা। ২০১৮ সালে আইপিএলের নিলামের আগে রাজস্থান স্মিথকে রিটেন করেছিল ১২.৫ কোটি টাকায়।

দিল্লিতে স্মিথ দলের হেড কোচ হিসেবে পাবেন তাঁর ২০১১ সালের বিশ্বকাপ দলের ক্যাপ্টেন রিকি পন্টিংকে।

দিল্লি ক্যাপিটালস দলে এমনিতেই ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, মার্কাস স্টোয়িনিস, শ্রেয়স আইয়ার, শিমরণ হেটমায়াররা রয়েছেন। স্মিথ যোগ দেওয়ার ব্যাটিং যে আরো শক্তপোক্ত হল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Steve Smith Delhi Capitals
Advertisment