আইপিএলের টাইটেল স্পনসর হিসাবে প্রত্যবর্তন ঘটল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো-র। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে ভিভো গত আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে গিয়েছিল। সেই সময় কার্যত অর্ধেক টাকায় আইপিএলের টাইটেল স্পন্সর হিসাবে দেখা গিয়েছিল ড্রিম ইলেভেনকে। এবার নতুন আইপিএল শুরুর আগেই ফিরল ভিভো।
আইপিএলের নিলামের আসরে চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন ভিভো-র ফিরে আসার কথা। ভিভো পাঁচ বছরের জন্য বোর্ডের সঙ্গে আইপিএলের টাইটেল স্পন্সরশিপে চুক্তি করেছিল। সবমিলিয়ে ২১৯৯ কোটি টাকার চুক্তির অঙ্ক।
আরো পড়ুন: দেখ কেমন লাগে! শাহরুখকে নিলামে কিনে প্রীতির চাহনি নাইটদের টেবিলে, রইল ভিডিও
ভিভোর তরফে টাইটেল স্পন্সরশিপ হওয়ার জন্য প্রতি সংস্করণে বোর্ড পেত ৪০০ কোটি টাকা। তবে অতিমারীর পরিস্থিতিতে আরব মুলুকে অনুষ্ঠিত আইপিএলে টাইটেল স্পনসরশিপ পেয়ে ড্রিম ইলেভেন বোর্ডকে দেয় মাত্র ২২০ কোটি টাকা। মাত্র এক সংস্করণের জন্যই ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতীয় বোর্ডের।
আরো পড়ুন: আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার মরিস! ভেঙে দিলেন সব রেকর্ড
গত মরশুমে ক্রিড এবং আনএকাডেমিকে টাইটেল স্পনসর ড্রিম ইলেভেনের সঙ্গেই চুক্তি করিয়েছিল বোর্ড।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন