মহা-নিলাম চেন্নাইয়ে! কোন চ্যানেলে, কখন দেখা যাবে আইপিএলের কেনাকাটা, জানুন

শুক্রবারই চেন্নাইয়ে বসছে নিলামের আসর। নিলামে চোখ থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। সব দলই নিজেদের আইপিএল রণকৌশল তৈরি করে নিয়েছে।

শুক্রবারই চেন্নাইয়ে বসছে নিলামের আসর। নিলামে চোখ থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। সব দলই নিজেদের আইপিএল রণকৌশল তৈরি করে নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IPL 2021 Players Auction Live Streaming: আইপিএলের নিলামের জন্য ২৯২ জন ক্রিকেটারের কেনাকাটা সম্পন্ন হবে চেন্নাইয়ের পাঁচতারা হোটেলে। এরমধ্যে ১৬৪ জন ভারতীয় এবং ১২৫ জন বিদেশি। আট ফ্র্যাঞ্চাইজিতে মোট ৬১ জন ক্রিকেটারের স্লট ফাঁকা রয়েছে। এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাঁকা স্লট রয়েছে সবথেকে বেশি- ১১টি। ৩৫.৪ কোটি টাকায় ক্রিকেটার কিনতে হবে আরসিবিকে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদে নেওয়া হবে মাত্র ৩ ক্রিকেটারকে। তাদের পার্সে রয়েছে ১০.৭৫ কোটি টাকা।

Advertisment

সবথেকে বেশি অর্থ নিয়ে নিলামের ময়দানে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব। ৯জন ক্রিকেটারের জন্য তাঁদের হাতে রয়েছে ৫৩.২০ কোটি টাকা।

আরো পড়ুন: আইপিএলে এবার ‘নতুন দল’ পাঞ্জাব কিংস! নিলামের ৪৮ ঘন্টা আগেই চমক

Advertisment

সংযুক্ত আরব আমিরশাহিতে গত আইপিএল আয়োজিত হওয়ার পর এবার আইপিএলের নিলামে স্লো বোলার এবং বিগ হিটারদের চাহিদা তুঙ্গে থাকবে। গত মরশুমে বিশ্রী ফর্মে থাকলেও নিলামে গ্লেন ম্যাক্সওয়েলের 'বাজার' চড়া! ইংল্যান্ডের স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলিও চমক দিতে পারেন।

IPL 2021 নিলাম কবে?
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম।

IPL 2021 নিলাম কখন?
আইপিএলের নিলাম শুরু হবে দুপুর ৩টের সময়।

আরো পড়ুন: পুলিশের দ্বারস্থ সৌরভের স্ত্রী ডোনা! নিরুপায় হয়েই থানায় অভিযোগ দায়ের

IPL 2021 নিলাম কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
চলতি বছরে আইপিএলের নিলাম হচ্ছে চেন্নাইয়ের গ্র্যান্ড ছোলা হোটেলে।

কোন টিভি চ্যানেলে IPL 2021-র নিলাম সরাসরি সম্প্রচারিত হবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি আইপিএলের নিলাম দেখানো হবে।

কোথায় IPL 2021-র নিলামের লাইভ স্ট্রিমিং দেখানো হবে?
IPL 2021-র নিলামের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hostar এ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL