Advertisment

নিলামে অংশ নিলেই কোটি কোটি টাকা কামাতেন তিন পাক তারকা! টানাটানি পড়ত IPL-এ

আইপিএলে বহুদিন অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি পাকিস্তানের তারকাদের। এবার যদি নিলামে অংশ নিতেন, পাক তারকারা, অনেকেই এই তিন তারকার জন্য টাকা খরচ করতেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কয়েকদিন আগেই আকিব জাভেদ আইপিএলের থেকে পিএসএল-কে এগিয়ে রাখলেও সমস্ত পাক ক্রিকেটারের বাসনা আইপিএলে অংশ নেওয়া। এমনিতে ২০২১ পাক ক্রিকেটারদের কাছে ভাল সময় বয়ে এনেছে। টি২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস যেমন বদলে দিয়েছেন বাবর আজমরা, তেমন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে অনেককে ভুল প্রমাণ করেছেন পাক ক্রিকেটাররা।

Advertisment

আর টি২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরার পরে পাক ক্রিকেটারদের সামনে যদি আইপিএলে অংশ নেওয়ার সুযোগ থাকত, তাহলে অনেক ফ্র্যাঞ্চাইজিই কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করত না। ফ্র্যাঞ্চাইজিদের নজরে থাকতেন তিন পাক ক্রিকেটার। দেখে নেওয়া যাক-

আরও পড়ুন: চড় খেয়ে হাউহাউ করে কেঁদেছিলেন! হরভজনের বিদায়ে মন খারাপ করা বার্তা সেই শ্রীসন্থের

শাহিন শাহ আফ্রিদি: আইপিএলে স্পিডস্টাররা বরাবর চাহিদার তুঙ্গে থাকেন। আর শাহিন শাহ আফ্রিদি তো সেক্ষেত্রে শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন ফ্র্যাঞ্চাইজির কাছে। ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে আফ্রিদি পাওয়ার প্লে-তে একাই ভারতীয় ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন। রোহিত শর্মার পরে কেএল রাহুলকেও আউট করেন আফ্রিদি। তারপরে ক্যাপ্টেন কোহলিকে ফিরিয়ে সবথেকে বড় ঝটকা দেন।

বাবর আজম: আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বাছাইয়ের মঞ্চ হিসাবে নিলামকে টার্গেট করছে। এমন অবস্থায় বাবর আজম শীর্ষ বাছাইয়ের তালিকায় থাকতেন একাধিক দলের কাছে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ভারত ম্যাচেও দুরন্ত ব্যাটিং করে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিন ব্যাট হাতে ক্রিজে নামলেই এখন রেকর্ড গড়ছেন বাবর। কয়েকদিন আগে আইসিসির ক্রমতালিকায় নিজের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন।

আরও পড়ুন: KKR রিলিজ করেছিল! IPL নিলামের আগেই ক্রিকেটকে বিদায় দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তির

মহম্মদ রিজওয়ান: বাবরের সঙ্গেই সাম্প্রতিক সময়ে দারুণভাবে উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বিগ থ্রি-র (রোহিত, কোহলি, রাহুল) দাপট ম্লান করে ২০২১-এ সেরা সময় পেরিয়েছেন। একই ক্যালেন্ডার বর্ষে ২০০০ টি২০ রান করেছেন। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে পাওয়ার জন্য আইপিএল নিলামে যে কাড়াকাড়ি পড়ত, তা নিয়ে সন্দেহ নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL BCCI pakistan Pakistan Cricket
Advertisment