Advertisment

IPL-এ এবার জোড়া গ্রুপ! KKR-এর গ্রুপে কোন কোন দল, বিরাট ঘোষণা বোর্ডের

সরকারিভাবে আইপিএলের দিনক্ষণ ঘোষণা করে দিল বিসিসিআই। জানিয়ে দেওয়া হল মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে মেগা টুর্নামেন্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরেই চেয়ারম্যান ব্রিজেশ রাই মেগা টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। শনিবার সরকারিভাবে বোর্ডের তরফে আইপিএলের নির্ঘন্ট ঘোষণা করে দেওয়া হল।

Advertisment

জানিয়ে দেওয়া হল, একটি মাত্র এলাকায় বায়ো বাবলে টুর্নামেন্টের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। গত বছর এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতের সময় করোনা সংক্রমণ ঘটে বলে অনেকের ধারণা।

আরও পড়ুন: দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

সেই আশঙ্কা নির্মূল করতেই এবার মাত্র চারটে ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজিত হবে। মার্চের ২৬ তারিখে টুর্নামেন্টের শুরু। ফাইনাল হবে ২৯ মে। মোট ৭০টি ম্যাচ খেলা হবে মুম্বই-পুণের চারটে ভেন্যুতে। ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ। ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি করে ম্যাচ। প্লে অফ ম্যাচের ভেন্যু পরবর্তীতে ঘোষিত হবে।

প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলবে ৪টে করে ম্যাচ, ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে খেলতে হবে ৩টি করে ম্যাচ।

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস

১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৪টি লিগ ম্যাচ খেলবে (৭টি হোম, এবং ৭টি অ্যাওয়ে)। ৭০ টি লিগ ম্যাচের পরে ৪টে প্লে অফ ম্যাচ এবং তারপরে ফাইনাল। প্রত্যেক দল পাঁচটি দলের সঙ্গে দুবার খেলবে। বাকি চারটে দলের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। অর্থাৎ সমস্ত দলই যে পরস্পরের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে ফরম্যাটে মুখোমুখি হবে, এমনটা নয়।

গ্রুপ-এ: MI (5), KKR (2), RR (1), DC (), LSG ()
গ্রুপ-বি: CSK (4), SRH (1), RCB (), PBKS (), GT ()

মুম্বই যেমন প্ৰথম গ্রুপে কলকাতা, রাজস্থান, দিল্লি এবং লখনৌয়ের বিপক্ষে দু-বার করে খেলবে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে। তেমনই অন্য গ্রুপের একই রো-এ (এক নম্বরে) থাকা সিএসকের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলবে। রোহিতরা বাকি হায়দরাবাদ, আরসিবি, গুজরাট এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একবার করে খেলবে।

কেকেআরের ক্ষেত্রে যেমন প্ৰথম গ্রুপে মুম্বই, রাজস্থান, দিল্লি এবং লখনৌ এবং গ্রুপ-বি'র একই রো (দ্বিতীয়) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দু-বার করে খেলবে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে। তারপরে নাইটরা দ্বিতীয় গ্রুপের সিএসকে, আরসিবি, গুজরাট এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একবার করে খেলবে।

BCCI IPL ipl auction IPL Auction 2022
Advertisment