Advertisment

IPL শুরুর আগেই বড় ধাক্কা CSK-র! ১৪ কোটির তারকাকে হারাতে চলেছেন ধোনিরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। আইপিএলেও সিএসকে জার্সিতে সম্ভবত খেলতে পারবেন না তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে চোট পেয়েছিলেন। তারপরে টিম ইন্ডিয়ার জার্সিতে শ্রীলঙ্কার বিরূদ্ধে আসন্ন টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা। ক্যারিবিয়ান ইনিংস চলাকালীন নিজের দ্বিতীয় ওভারের স্পেলে বল করতে এসে চোটের শিকার হন তারকা।

Advertisment

নিজের পুরো ওভার শেষ করতে পারেননি চাহার। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তারকা। সেই হ্যামস্ট্রিংয়ের চোটের পরেই বুধবার বোর্ডের তরফে জানানো হয়, চাহার শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন। এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্রেফ জাতীয় দলের জার্সিতে নয়, সিএসকের হয়েও আসন্ন আইপিএলে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে তারকার।

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস

টাইমস অফ ইন্ডিয়া-কে এক সূত্র জানাচ্ছেন, পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন তারকা। নিলামের আগে রিলিজ করে দেওয়ার পরে সিএসকে ১৪ কোটি টাকায় তারকাকে ফের দলে ফেরায়। "বেশ খারাপ চোটের কবলে পড়েছে চাহার। পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে পারে ও।"

শেষমেশ যদি আশঙ্কা সত্যি করে দীপক চাহারকে গোটা আইপিএলেই না পায় চেন্নাই, সেটা ফ্র্যাঞ্চাইজির কাছে বড় ধাক্কা হতে চলেছে। চাহার আইপিএল নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছিলাম মুম্বইয়ের ঈশান কিষানের (১৫ কোটি) পরে। সিএসকে ছাড়াও চাহারের জন্য বিড করে হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসরা। রাজস্থান শেষ পর্যন্ত ১৩.৭৫ কোটি দর হেঁকেছিল তারকার জন্য। তবে সিএসকে তার থেকেও বেশি দাম দিয়ে তারকাকে ফেরায়। সিএসকে শিবিরের প্রার্থনা আপাতত, টুর্নামেন্ট শুরুর আগেই চাহার যেন ফিট হয়ে ওঠে।

দীপক চাহার ছাড়াও শ্রীলঙ্কা টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব। লখনৌয়ে জাতীয় দলের সঙ্গে গেলেও সিরিজে পাওয়া যাবে না তারকাকে। বোর্ডের তরফে এখনও দুজনের পরিবর্ত ঘোষণা করা হয়নি।

এদিকে, আইপিএল শুরুর আগে সিএসকে প্রস্তুতি শুরু করবে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে। বোর্ডের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে মেগা টুর্নামেন্ট এবার আয়োজিত হবে ভারতেই, মার্চের শেষ সপ্তাহ থেকে মে পর্যন্ত। আগামী কয়েকদিনের মধ্যেই আইপিএলের সূচি এবং ভেন্যু সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে।

Chennai Super Kings CSK BCCI IPL
Advertisment