আইপিএলে সবকিছু ঠিকঠাক থাকলে এবার অভিষেক ঘটতে চলেছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। লখনৌ সুপার জায়ান্টস দলে মার্ক উডের স্থলভিষিক্ত হতে চলেছেন তিনি। বর্তমানে জাতীয় দলের হয়ে সাউথ আফ্রিকায় রয়েছেন তারকা পেসার। ৩টে ওয়ানডে সহ ২টো টেস্টে খেলবেন তিনি। তবে আইপিএলে ডাক পেলে তাসকিন ওয়ানডে সিরিজের পরেই ভারতে চলে আসতে পারেন।
মরশুম শুরুর আগেই লখনৌ বড় ধাক্কার মুখে পড়েছিল মার্ক উডের ছিটকে যাওয়ায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্টে কনুইয়ে চোট পেয়ে ছিটকে যান তারকা।
আরও পড়ুন: CSK-র হয়ে বেগুনি টুপির মালিক এখন নেট বোলার! বেনজির ভাগ্য বিপর্যয়ের সাক্ষী IPL
বাংলাদেশের ওয়েবসাইট কালের কন্ঠ-তে জানানো হয়েছে ঢাকায় ফোন করেছিলেন স্বয়ং লখনৌয়ের মেন্টর গৌতম গম্ভীর। গম্ভীরের শর্ত ছিল ওয়ানডে সিরিজ শেষের পরেই ভারতে চলে আসতে হবে তাসকিনকে। সেক্ষেত্রে ৩১ মার্চ থেকে শুরু হতে চলা বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে খেলবেন না স্পিডস্টার।
গৌতম গম্ভীর-কে উদ্ধৃত করে কালের কন্ঠ-তে লেখা হয়েছে, "বাংলাদেশের বোলার তাসকিন আহমেদকে আমরা চাইছি। চুক্তি হবে পুরো মরশুমের জন্যই। তাসকিন যদি এই প্রস্তাবে রাজি থাকে, তাহলে টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতে চলে আসতে হবে।"
তাসকিনকে সোমবারের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। জানা গিয়েছে, তাসকিন আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় চেয়ে নিয়েছেন। তিনি বিসিবি এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছেন।
আরও পড়ুন: IPL-এর আগে আগুনে ফর্মে নটরাজন, ভেঙে চুরমার করলেন স্ট্যাম্প, দেখুন ভিডিও
আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন মুস্তাফিজুর রহমান। নিলামে অবিক্রিত থেকেছেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। লখনৌয়ে তাসকিন যোগ দেবেন চোট পেয়ে ছিটকে যাওয়া মার্ক উডের জায়গায়।
লখনৌ সুপারজায়ান্টস দলে এবার পেস বিভাগে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার, উঠতি প্ৰতিভা আবেশ খান, যিনি গত মরশুমে দিল্লির জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন।