নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করে দিয়েছে হার্দিক পান্ডিয়া। তবে এতে কার্যত লাভই হয়েছে তারকা অলরাউন্ডারের আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হচ্ছেন তিনি। সেই সঙ্গে বেতনও বিশাল পরিমাণে বাড়ছে তাঁর।
আহমেদাবাদের যেহেতু ফার্স্ট চয়েস রিটেনশন হচ্ছেন তিনি, সেই কারণে হার্দিক পান্ডিয়ার বেতন হতে চলেছে ১৫ কোটি টাকা। মুম্বইয়ে পেতেন ১১ কোটি। ক্যাপ্টেন হয়েই আহমেদাবাদে ৪ কোটি টাকা বেতন বেশি হচ্ছে তাঁর। এমনটাই খবর ক্রিকবাজের প্রতিবেদনে।
আরও পড়ুন: গ্ল্যামার হারাতে চলেছে IPL! একের পর এক তারকা হয়ত নেই মেগা টুর্নামেন্টে
২০১৮ সালে মুম্বই যে তিন ক্রিকেটারকে রিটেন করেছিল তাঁদের মধ্যেই ছিলেন হার্দিক পান্ডিয়া। ১১ কোটি টাকায়। ২০১৫ সালে হার্দিক পান্ডিয়া মাত্র ১৫ লক্ষ টাকায় যোগ দেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিতে। সেই হিসাবে মাত্র তিন বছরের মধ্যেই হার্দিকের বেতন বেড়েছিল ১০ কোটি ৮৫ লক্ষ টাকা।
আফগানিস্তান স্পিনার রশিদ খান আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় রিটেনশন হচ্ছেন। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, রশিদ খানের বেতন হচ্ছে ১৫ কোটি টাকা। ২০১৮ সালে আরটিএম কার্ড ব্যবহার করে রশিদ খানকে দলে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৯ কোটি টাকায়। হায়দরাবাদ এবার নিলামের আগে রিলিজ করেছে রশিদ খানকে।
আরও পড়ুন: KKR বাতিল করার পরে তারকার IPL কেরিয়ারই হয়ত শেষ! নিলামের পরেই কি অবসর
আরও জানা যাচ্ছে কেকেআর ছেড়ে দেওয়া শুভমান গিল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় রিটেনশন হতে চলেছেন। তাঁর বেতন বাড়ছে ৭ কোটি টাকা। ২০১৮ সালে কেকেআরে যোগ দেওয়ার পরে চার বছর খেলেছেন তরুণ এই তুর্কি।
এদিকে, একাধিক প্রতিবেদনে বলা হয়েছে লখনৌ ফ্র্যাঞ্চাইজির নেতা হচ্ছেন কেএল রাহুল। তাঁর সঙ্গেই লখনৌয়ে যোগ দিচ্ছেন মার্কাস স্টোয়িনিস এবং রবি বিশ্নোই। এর আগে কেএল রাহুল ২০২০, ২০২১ মরশুমে পাঞ্জাব কিংস দলে নেতৃত্ব দিয়েছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন