ব্লকবাস্টার স্যাটারডে। আইপিএলের ফার্স্ট ডে ফার্স্ট শো-য়ে মুখোমুখি কেকেআর এবং সিএসকে। আর ওয়াংখেড়ের রুদ্ধশ্বাস সেই লড়াই ঘিরে এখনই উত্তেজনায় ফুটছে ক্রিকেট মহল।
গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ইয়ন মর্গ্যানের কেকেআরকে ২৭ রানে হারিয়ে ট্রফি জিতে সেরার সেরা আসন দখল করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। গ্যালারিতে ২৫ শতাংশ দর্শক উপস্থিত থাকবে। তবে দুই দলেরই নেতৃত্বে বদল ঘটে গিয়েছে। কেকেআর যেমন গত মরশুমের পরেই ছেঁটে ফেলেছিল মর্গ্যানকে। নিলামের টেবিলে বিশ্বকাপজয়ী ইংরেজ দলনেতা পরে দলই পাননি। নাইটদের নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, আইপিএল শুরুর মাত্র ৪৮ ঘন্টা আগে চেন্নাইয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি। নেতৃত্ব তুলে দিয়েছেন সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে।
আরও পড়ুন: নেতৃত্ব ত্যাগ, এবার IPL শেষেই কি অবসর! ধোনিকে নিয়ে বিরাট আপডেট CSK কর্তার
দেখে নেওয়া যাক ওপেনিং ম্যাচে কেকেআর কেমন প্ৰথম একাদশ সাজাতে চলেছে-
ওপেনিং: আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগে কেকেআরে নাম লেখানো আলেক্স হেলস নিজেকে সরিয়ে নিয়েছিলেন বায়ো বাবলে ক্লান্তির কথা ভেবে। হেলস থাকলে তিনিই হতেন ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং পার্টনার। হেলসের বদলে নাইটদের দলে পরিবর্ত হিসাবে যোগ দিয়েছেন ফিঞ্চ।
তবে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা অস্ট্রেলীয়রা মার্চের ৫ তারিখের আগে কেকেআর শিবিরে নেই। দুই অস্ট্রেলীয় আইপিএলের প্ৰথম পাঁচ ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তান সফরে থাকার কারণে। ফিঞ্চ ওপেনার হিসাবে অটোমেটিক চয়েস। তবে তিনি না থাকায় আপাতত ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং পার্টনার হতে চলেছেন অজিঙ্কা রাহানে।
মিডল অর্ডার: নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার কয়েকদিন আগেই জানিয়েছিলেন, তিন নম্বর পজিশন তাঁর পছন্দ। তবে কেকেআরে সম্ভবত তিনি চারে নামবেন। তিনে দেখা যাবে কেকেআর দলে নিলাম থেকে প্রত্যাবর্তন ঘটানো নীতিশ রানা। ধারাবাহিক পারফর্ম করে যিনি নাইট ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছেন। আন্দ্রে রাসেলেরও সম্ভবত ব্যাটিং অর্ডারে একধাপ প্রমোশন ঘটছে। ছয় নয় এবার বিধ্বংসী অলরাউন্ডারকে এবার নিয়মিত দেখা যেতে পারে পাঁচ নম্বর পজিশনে। এতে আরও বেশি বল খেলার সুযোগ পাবেন তিনি। আর একবার টিঁকে গেলে প্রতিপক্ষের কপালে যে ঘোরতর দুঃখ অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না!
আরও পড়ুন: KKR-এর দেশি তারকার গায়ে বিদেশি তকমা! প্রবল বিতর্কের মুখে ফুঁসে উঠলেন নাইট তারকা
উইকেটকিপার: স্কোয়াডে মাত্র দুজন উইকেটকিপারই রয়েছে। তবে শেলডন জ্যাকসন নয়, নাইট কিপার হিসাবে প্ৰথম ম্যাচে স্যাম বিলিংসের খেলা কার্যত নিশ্চিত। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তারকা। এখন অবশ্য জাতীয় দলের বাইরে। এবারের আইপিএলে নিয়মিত সুযোগ পেয়ে দেশের নির্বাচকদের বার্তা দিতে মরিয়া হতে পারেন তিনি।
স্পিনার: ওয়াংখেড়ের পিচ স্পিন সহায়ক। এমন পিচে জোড়া স্পিনার হিসাবে যথারীতি কেকেআরের তুরুপের তাস সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। নারিন বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেরা ছন্দে পাওয়া গিয়েছিল তাঁকে। সেই ফর্ম আইপিএলেও ধরে রাখতে পারেন কিনা, সেটা দেখার। অন্যদিকে, বরুণ চক্রবর্তী জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাম্প্রতিককালে। এবারের আইপিএলের পারফরম্যান্স তাই আগামী টি২০ বিশ্বকাপের জন্য জাতীয় দলের টিকিট এনে দিতে পারে তামিল স্পিনারকে।
পেসার: প্যাট কামিন্স নেই। সিমার হিসাবে তাই থাকছেন টিম সাউদি। সেই সঙ্গে উমেশ যাদব এবং শিভম মাভিরও খেলা প্রায় পাকা।
সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস, সুনীল নারিন, টিম সাউদি, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব
কেকেআর পূর্ণাঙ্গ স্কোয়াড:
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শিবম মাভি, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক দার, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, অভিজিৎ তোমার, প্ৰথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান