Advertisment

ভুল হয়েছে KKR-এর রিটেনশনে! এই তিন তারকাকে রাখতেই পারত নাইটরা

কেকেআর চার রিটেন করা তারকাদের মধ্যে রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ারকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের সূচনার সময় থেকেই অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের জার্সিতে প্ৰথম মরশুম মাতিয়ে যাওয়া ব্রেন্ডন ম্যাককালাম বর্তমানে দলের কোচ। আসন্ন নিলামের আগে দলে চার তারকাকে রিটেন করেছে নাইটরা- সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে। তবে রিটেনশন দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দশ বছরের বিনিয়োগযোগ্য ক্রিকেটার এই তালিকায় স্পষ্ট নয়। দুই ক্যারিবীয় তারকা নিজেদের সেরা সময় পেরিয়ে এসেছেন। ধারাবাহিকতাও নেই আগের মত।

Advertisment

তাই এই দুই তারকাকে আরো কয়েক বছরের জন্য রেখে দিয়ে কেকেআর কি ঠিক সিদ্ধান্ত নিল, এমন প্রশ্ন উঠে গিয়েছে। তাছাড়া এবার এমন কাউকে ধরে রাখা হয়নি যিনি দলের অধিনায়ক হতে পারেন। মর্গ্যান, কার্তিক দুজনকেই রিলিজ করে দেওয়া হয়েছে। নিলাম থেকেই আপাতত নয়া ক্যাপ্টেন খোঁজার ভাবনা নাইটদের।

আরও পড়ুন: KKR-এর ছেড়ে দেওয়া তারকাই নায়ক! ছক্কা মেরে জেতালেন একদম শেষে, দেখুন ভিডিও

বর্তমান চার তারকার বদলে কাকে কাকে রিটেন করলে সুবিধা পেতে পারত নাইটরা, দেখে নেওয়া যাক-
শুভমান গিল: শুভমান গিল দীর্ঘদিন ধরে নাইটদের টপ অর্ডারের স্তম্ভ। ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং বলা হচ্ছে এই পাঞ্জাব তনয়কে। ধারাবাহিকভাবে রান করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। শুভমান গিল থাকলে টপ অর্ডার নিয়ে যেমন দুশ্চিন্তা দূর হত, তেমন নাইটদের পরবর্তী নেতৃত্বের ব্যাটনও স্বচ্ছন্দে তুলে দেওয়া হত তারকার হাতে।

publive-image

বয়স কম। তরুণ তুর্কিকে ভবিষ্যতের কথা ভেবেই ফ্র্যাঞ্চাইজিতে দীর্ঘদিনের হিসাবে রাখা উচিত ছিল। তবে সে পথে হাঁটেনি কেকেআর। বলা হচ্ছে, অতীতে সূর্যকুমার যাদবকে যেভাবে রিলিজ করে পরে কেকেআরকে পস্তাতে হয়েছিল, সেরকমই নতুন আক্ষেপের জন্ম দিতে পারেন শুভমান গিল।

আরও পড়ুন: নিলামের আগেই ধাক্কা! অবসর নিয়েই ভারত ছাড়লেন হায়দরাবাদের IPL চ্যাম্পিয়ন তারকা

লকি ফার্গুসন: কিউয়ি এই পেস সেনসেশন টি২০ ক্রিকেটের অন্যতম সেরা তারকা। ধারাবাহিকভাবে ৯৫ মাইলের আশেপাশে বোলিং করতে পারেন। নতুন বলের সঙ্গে পুরোনো বলেও স্বচ্ছন্দ। ২২ আইপিএল ম্যাচে লকির নামের পাশে এখনই ২৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি ম্যাচে তিনি ২৫ উইকেট শিকার করেছেন ১৫.৪০ গড়ে। তাছাড়া লোয়ার অর্ডারে দুর্ধর্ষ ব্যাটিংও করতে পারেন। ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। কেকেআর লকিকে ছেড়ে দিয়ে মহা-ভুল করল কিনা, তা সময়ই বলবে।

publive-image

শিভম মাভি: ২০১৮-য় যুব বিশ্বকাপ জয়ী দলে শুভমান গিলের সঙ্গেই ছিলেন শিভম মাভি। মাভির সঙ্গে কমলেশ নাগারকোটিও আলোচনায় উঠে এসেছিলেন। তবে শিভম মাভির র পেস ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। ২৩ বছরের এই তরুণ তুর্কি বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন।

আরও পড়ুন: KKR রিলিজ করেছে! ‘অপমান সয়ে’ শাহরুখের দলেই আজীবন খেলতে চান এই তারকা

publive-image

তবে মাভি বেশ ইনজুরি প্রবণ। সেই কারণেই হয়ত কেকেআর তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালে শিভম মাভিকে কিনেছিল নাইটরা। কেকেআর ছেড়ে দেওয়ার পরে নিলামে মাভিকে টার্গেট করছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Kolkata Knight Riders Andre Russell Sunil Narine IPL
Advertisment