আইপিএলের ইতিহাসে সম্ভবত সবথেকে ভয়ঙ্কর জুটি প্রত্যক্ষ করার সুযোগ করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ৮ কোটিতে ইংল্যান্ডের স্পিডস্টার জোফ্রে আর্চারকে সই করিয়ে। বুমরার সঙ্গে যাঁকে জুটিতে বেঁধে বিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্কের সঞ্চার করতে দেখা যাবে। তবে আর্চারকে সই করানোর পরেই প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বই কি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলল।
কারণ জোফ্রে আর্চার সম্ভবত আইপিএলের পুরোটা খেলতে পারবেন না। গোটা টুর্নামেন্টে খেলা নিয়েও সংশয় রয়েছে। তবু জোফ্রে আর্চারকে বিশাল অর্থ খরচে দ্বিধা করল না ৫ বরের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: KKR মোটেই ভাল ব্যবহার করেনি! কুলদীপকে কিনেই বোমা ফাটালেন জিন্দাল
কোনও কারণে আর্চার খেলতে না পারলে পরিবর্ত হিসাবেও কাউকে সই করাতে পারবে না। নিলামের আগেই আইপিএলের গভর্নিং কাউন্সিল পরিবর্ত বাছাইয়ের ক্ষেত্রে সোজাসুজি জানিয়ে দিয়েছে, কাউকে মাঝপথে পরিবর্ত হিসাবে সই করানো যাবে না।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই জোফ্রে আর্চারকে পাওয়ার দৌড়ে ছিল তারকার প্রাক্তন দল রাজস্থান রয়্যালস। ৬.২৫ কোটি বিড ওঠার পরে রাজস্থান নিজেদের সরিয়ে নেয়। তারপরে সানরাইজার্স হায়দরাবাদ আসরে অবতীর্ণ হয়। তবে শেষ পর্যন্ত কিছুটা ঝুঁকি নিয়েই আর্চারকে কেনে মুম্বই।
ইংরেজ তারকা মার্চে ভারত সফরের পরে কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে অংশ নেননি। ২০২১-এ গোটা আইপিএল তো বটেই এসেজ এমনকি টি২০ ওয়ার্ল্ড কাপেও খেলতে দেখা যায়নি তাঁকে।
Follow IPL mega auction day 2 Live Updates