/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/CSK.jpg)
আইপিএল শুরুর ঠিক আগে নেতৃত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকে অধিনায়ক হিসেবে এবার দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। আইপিএল শুরুর ঠিক ৪৮ ঘন্টা আগে বড়সড় রদবদল ঘটিয়ে চমক দিল সিএসকে ম্যানেজমেন্ট।
বৃহস্পতিবার প্রেস রিলিজে সিএসকে জানিয়ে দেয়, ধোনি এখনও সিএসকে দলের জার্সিতে খেলতে নামবেন। "এমএস ধোনি নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। রবীন্দ্র জাদেজাকে নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন ধোনি। ২০১২ থেকে সিএসকে স্কোয়াডের অংশ জাদেজা। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ক্রিকেটার হিসেবে নেতৃত্বের দায়িত্ব পেলেন। এই মরশুম এবং আগামীতে ধোনি সিএসকের হয়ে খেলতে নামবেন।" জানানো হয়েছে রিলিজে।
আরও পড়ুন: KKR-এর দেশি তারকার গায়ে বিদেশি তকমা! প্রবল বিতর্কের মুখে ফুঁসে উঠলেন নাইট তারকা
ধোনির নেতৃত্ব ছাড়ায় কার্যত পরিষ্কার যে আসন্ন মেগা টুর্নামেন্ট হয়ত ধোনির কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর ঘোষণা করেছেন মহাতারকা। খেলেন কেবলমাত্র আইপিএলেই। বাইশ গজে সম্ভবত ধোনি আগামী মরশুম থেকে আর দেখা যাবে না। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে খেলতে নামছে কেকেআরের বিরুদ্ধে।
📑 Official Statement 📑#WhistlePodu#Yellove 💛🦁 @msdhoni@imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
একদিন আগেই বিশ্বের সেরা টেস্ট অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন জাদেজা। বুধবার জেসন হোল্ডারকে সরিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের ক্রমপর্যায়ে শীর্ষে তিনি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট এবং ১৭৫ করে সেরার তকমা ছিনিয়ে নেওয়ার মধ্যেই বিরাট সুখবর পেলেন জাদেজা।
সিএসকের জার্সিতে বরাবর ধারাবাহিক পারফর্মার জাদেজা। ব্যাটে হোক বলে বা ফিল্ডিংয়ে, জাদেজা সবসময় প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠেছেন। আইপিএল নিলামের আগে সিএসকে ধোনি ছাড়াও জাদেজা, মঈন আলি এবং রুতুরাজ গায়কোয়াডকে রিটেন করেছিল। একনম্বর রিটেনশন হিসাবে জাদেজাকে রাখাটা ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিতবাহী ছিল, এমনটাই মনে করছে ক্রিকেট মহল।
আরও পড়ুন: শুরু IPL-এর টিকিট বিক্রি! কোথায়, কখন, কীভাবে কিনবেন টিকিট, বড় ঘোষণা BCCI-এর
ডোয়েন ব্র্যাভোর মত অলরাউন্ড দক্ষতায় বহু ম্যাচ সিএসকেকে জিতিয়েছেন জাদেজা। ২০১২-র আইপিএলে জাদেজাকে ৯.৮ কোটি টাকা খরচ করে কিনেছিল সিএসকে। সেই বছরের নিলামের সবথেকে দামি ক্রিকেটার ছিলেন তিনিই।
ব্যাটে হোক বা বলে-ফিল্ডিংয়ে জাদেজা প্রত্যেক মরশুমে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। গত কয়েক বছরে তো ব্যাট হাতে ক্রমশ ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে গিয়েছেন। কিংবদন্তি সুনীল গাভাসকার আগেই জাদেজাকে সিএসকের সম্ভাব্য নেতা বেছে নিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণীই সত্যি হল বৃহস্পতিবার।