২০১৯ সালের পরে এই প্ৰথমবার আইপিএলের পূর্ণাঙ্গ সংস্করণ হতে পারে ভারতের মাটিতে। তবে অতিমারীর আবহে গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে নয়, মেগা টুর্নামেন্ট আয়োজিত হতে পারে কেবলমাত্র মুম্বইয়েই। একাধিক ভেন্যুতে আইপিএল আয়োজন করলে সংক্রমণের সম্ভবনা অনেকটাই বাড়ে। আইপিএলের বায়ো বাবল যাতে অতীতের মত করোনা আক্রান্ত না হয়, সেই জন্যই বোর্ডের তরফে এবার মহারাষ্ট্রে মেগা টুর্নামেন্টের আয়োজন করতে চাইছে বোর্ড। একাধিক প্রচারমাধ্যমে জানানো হচ্ছে, মুম্বইয়ের ডিওয়াই পাতিল, ব্র্যাবোর্ন এবং ওয়াংখেড়ে- এই তিন স্টেডিয়ামেই সমস্ত ম্যাচ আয়োজন করা হতে পারে।
ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হচ্ছে, তিন স্টেডিয়ামে ৫৫টি ম্যাচ আয়োজন করা হতে পারে। পুণেতে সম্ভবত ১৫টি ম্যাচ ফেলা হবে। সেই রিপোর্টে বলা হচ্ছে, প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চারটে করে ম্যাচ খেলবে। আর ব্র্যাবোর্ন এবং পুণেতে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নামতে হবে তিনটে করে ম্যাচে।
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস
বোর্ডের এই সিদ্ধান্তে মুম্বই নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে চারটে ম্যাচ খেলবে। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও পাবে মুম্বই। এমন ঘটনা যাতে না হয়, স্বী জন্য বোর্ডের কাছে আপত্তি জানিয়েছে আইপিএলের বাকি ফ্র্যাঞ্চাইজিরা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়াংখেড়ে বাদে অন্য ভেন্যুতে মুম্বইয়ের খেলা নিয়ে বিন্দুমাত্র আপত্তি নেই বাকি ফ্র্যাঞ্চাইজিদের।
এক ফ্র্যাঞ্চাইজি সূত্র টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, "অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি হোম ম্যাচে খেলার সুবিধা পাবে না। ওয়াংখেড়ে মুম্বইয়ের ঘরের মাঠ। এই মাঠে যদি ওঁরা অধিকাংশ ম্যাচ খেলে, সেটা মোটেই ঠিক হবে না। সমস্ত ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই নিজেদের আপত্তির কথা জানিয়েছে বোর্ডকে। পুণেতে অথবা ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা নিয়ে বাকিদের কোনও সমস্যা নেই। এমনকি ব্র্যাবোর্ন স্টেডিয়ামেও মুম্বই খেলতে পারে।"
গত বছর কোনও দলই ঘরের মাঠে খেলার সুবিধা পায়নি। সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নিউট্রাল ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে হয়েছিল। তারপরে বায়ো বাবলে করোনা সংক্রমণের জেরে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যায়।
বোর্ডের তরফে এখনও সরকারিভাবে আইপিএলের সূচি প্রকাশ করা হয়নি। যদিও বোর্ডের তরফে কনফার্ম করে দেওয়া হয়েছে, মার্চের শেষ থেকে শুরু হয়ে আইপিএল চলবে মে পর্যন্ত। বোর্ড শীঘ্রই আইপিএলের সূচি ঘোষণা করতে চলেছে। বোর্ডের ঘোষিত সূচিতে মুম্বই ওয়াংখেড়েতে ক'টা ম্যাচে নামার সুযোগ পায়, সেটাই এখন দেখার।