আইপিএল শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গেল রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়াকে ঘিরে। গত কয়েক দিন ধরেই রাজস্থান রয়্যালস নিজেদের ক্রিকেটার তো বটেই অন্য ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নিয়েও মজার মজার টুইট করছিল। তবে শনিবার রাজস্থান রয়্যালস মিডিয়া টিমের অ্যাডমিন কার্যত সীমানা ছাড়ালেন। যা ডেকে আনল মহা বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় সঞ্জু স্যামসনের বিকৃত ছবি পোস্ট করল রাজস্থান। সেই বিকৃত সেই ছবিতে দেখা যাচ্ছে নীল পাগড়ি মাথায় সঞ্জুর। কানে দুল। চোখে সানগ্লাস। টুইটারে এরকম কুরুচিপূর্ণ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "কেয়া খুব লাগতে হো…"। সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দেওয়া হয়।
এমন পোস্ট করার পরেই রাগে ফেটে পড়েন রয়্যালস অধিনায়ক। সরাসরি সেই টুইট রিটুইট করে বসেন তারকা। রাগে গড়গড় করতে করতে কেরালার তারকা ক্রিকেটার লিখে দেন, "বন্ধুদের মধ্যে এরকম ঠিক আছে। তবে এটা মোটেই পেশাদারিত্বের পরিচায়ক নয়।" জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডল যাঁরা করেন, তাঁদের বিষয়ে সঞ্জু সরাসরি আপত্তি জানান ম্যানেজমেন্টের কাছে। তারপরে ফ্র্যাঞ্চাইজির টুইটার হ্যান্ডল থেকে বিকৃত ছবি মুছে ফেলা হয়। একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছে, এই অভিযোগের পরে সম্ভবত চাকরি হারাচ্ছেন ফ্র্যাঞ্চাইজির মিডিয়া দলের অ্যাডমিন।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে আর নেতা নন ধোনি! জাদেজার CSK কেমন ১১ সাজাচ্ছে প্ৰথম ম্যাচে
ঘটনাচক্রে, কিছুদিন আগেই যুজবেন্দ্র চাহালদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অনুমতি দিয়েছিল রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া টিম। যা নিয়ে একপ্রস্থ বিতর্ক তৈরি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজির একজন ক্রিকেটার কীভাবে দলের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই বিতর্ক মেটার আগেই নয় বিতর্কে জড়িয়ে পড়ল রাজস্থান রয়্যালস মিডিয়া টিম।
যুজবেন্দ্র চাহাল নিলামে রাজস্থান রয়্যালস শিবিরে নাম লিখিয়েছেন। তারপরেই তাঁকে সোশ্যাল মিডিয়া একসেস দেওয়া হয়েছিল। সেই সময় তিনি নাকি ফ্র্যাঞ্চাইজির টুইটার হ্যান্ডলে মজার মজার সমস্ত জিনিস দেখেছিলেন। আর ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকেই চাহাল নাকি একাধিক মজার মজার বার্তা পাঠান। বিতর্কিতভাবে তিনি মজা করেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে লিখে দেন, তিনি দলের নতুন অধিনায়ক। সেই বার্তায় আবার সঞ্জু স্যামসন শুভেচ্ছা জানান চাহালকে। পাল্টা আরসিবির প্রাক্তনী লিখে দেন, "হিংসা হচ্ছে বুঝি!"