Advertisment

কোহলির পরে নতুন ক্যাপ্টেন বেছে নিল RCB! জমকালো অনুষ্ঠানে বিরাট ঘোষণা ফ্র্যাঞ্চাইজির

অবশেষে আরসিবির নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হল। বিরাট কোহলি গত বছরই জানিয়ে দিয়েছিলেন নেতৃত্বের দায়িত্ব থেকে সরছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

RCB announces Faf du plessis as new captain: সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছিল আগেই। এবার আরসিবি লাইভ অনুষ্ঠানে শেষমেশ অধিনায়কের নাম ঘোষণা করল। কোহলির পরে আরসিবির নতুন নেতা হচ্ছেন ফাফ দুপ্লেসিস। প্রোটিয়াজ সুপারস্টারকেই নতুন নেতা হিসেবে আরসিবির জার্সিতে দেখা যাবে।

Advertisment

শনিবার চার্চ রোডে আরসিবি আনবক্স ইভেন্টের আয়োজন করেছিল। সেখানেই ফ্যানদের সামনে নতুন জার্সি যেমন উন্মোচিত হল। তেমন ডুপ্লেসিসের নাম ঘোষণা হল ক্যাপ্টেন রেখে।

আরও পড়ুন: অবসর নেওয়া ডিভিলিয়ার্স ফিরছেন RCB-তে! বড় দায়িত্বের ঘোষণা এই সপ্তাহেই

হত বছরেই আরসিবির নেতৃত্বে থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন কোহলি। তারপরেই নতুন নেতার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কোহলির পরে সম্ভাব্য নেতা হিসেবে উঠে এসেছিল তিন নাম গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক এবং ডুপ্লেসিস।

এর মধ্যে ম্যাক্সওয়েল আগে থেকেই আরসিবি স্কোয়াডে থাকলেও কার্তিক এবং ডুপ্লেসিসকে নিলাম থেকে কিনেছিল আরসিবি। শেষে প্রোটিয়াজ তারকাকেই বড় দায়িত্ব দেওয়া হল।

আইপিএলের প্ৰথম কয়েক ম্যাচে ম্যাক্সওয়েল থাকতে পারবেন না। পাকিস্তান সফরে সীমিত ওভারের সিরিজে তিনি না থাকলেও বিয়ে করছেন দীর্ঘদিনের বান্ধবী ভিনি রামনকে। এপ্রিলের ৫ তারিখের আগে কোনও অস্ট্রেলীয় ক্রিকেটারই আইপিএলে খেলতে পারবেন না।

ডুপ্লেসিসের অধিনায়কত্বে অভিজ্ঞতা অবশ্য আগে থেকেই রয়েছে। সিএসকের বেশ কয়েক বছরের ব্যাটিং স্তম্ভ ডুপ্লেসিস দক্ষিণ আফ্রিকান জাতীয় দলকে বিশ্বকাপ সহ তিনটে ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। গত আইপিএলে সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। ফাইনালেও কেকেআরকে ব্যাট হাতে তুলোধোনা করেছিলেন।

আরও পড়ুন: দিল্লিতে পন্থের কাছে নেতৃত্ব কেন হারাতে হল! অবশেষে মুখ খুললেন নতুন নাইট নেতা

RCB ক্যাপ্টেনদের তালিকা:
২০০৮- রাহুল দ্রাবিড়
২০০৯- কেভিন পিটারসেন এবং অনিল কুম্বলে
২০১০- অনিল কুম্বলে
২০১১, ২০১২- ড্যানিয়েল ভেট্টোরি
২০১৩-২০২১- বিরাট কোহলি
২০১৭- শ্যেন ওয়াটসন (৩ ম্যাচ)
২০২২- ফাফ ডুপ্লেসিস

আইপিএল ২০২২ অধিনায়ক:
কেকেআর- শ্রেয়স আইয়ার
পাঞ্জাব কিংস- মায়াঙ্ক আগারওয়াল,
সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন
সিএসকে- এমএস ধোনি
লখনৌ সুপারজায়ান্টস- কেএল রাহুল
গুজরাট টাইটান্স- হার্দিক পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ

আরসিবি স্কোয়াড:
বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসিস, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীনেশ কার্তিক, জস হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশদীপ, মহীপাল লোমরোর, ফিন এলেনজ শেরফানে রাদারফোর্ড, জেসন বেহরেনডর্ফ, সুয়াশ প্রভুদেশাই, চামা মিলিন্দ, অনিশ্বর গৌতম, করণ শর্মা, ডেভিড উইলি, লুভনিত শিশোদিয়া, সিদ্ধার্থ কউল

IPL Faf Royal Challengers Bangalore Virat Kohli IPL 2018 IPL Auction 2022 RCB ipl auction
Advertisment