scorecardresearch

বড় খবর

হার্দিক কিংবা রশিদ নন, গুজরাটের খেলা ঘোরাবেন KKR-এর এই EX! বড় ভবিষ্যদ্বাণী গিলের

গুজরাট টাইটান্স দলে এবার একসঙ্গে খেলবেন দুই নাইট প্রাক্তনী শুভমান গিল এবং লকি ফার্গুসন। কিউয়ি তারকাকে এক্স ফ্যাক্টর বাছছেন গিল।

হার্দিক কিংবা রশিদ নন, গুজরাটের খেলা ঘোরাবেন KKR-এর এই EX! বড় ভবিষ্যদ্বাণী গিলের

কেকেআরের হয়ে গত কয়েক মরশুমেই নিয়মিত পারফর্মার হয়ে উঠেছিলেন শুভমান গিল। তবে আপাতত কেকেআর অতীত। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নামবেন গিল। আইপিএলের আগে ড্রাফটে শুভমানকে ৮ কোটিতে কিনেছিল গুজরাট।

দেশের অন্যতম সেরা উঠতি প্ৰতিভা শুভমান। আর তরুণ তুর্কির ওপর ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করেছে টাইটান্স। ২০১৮-য় অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য গিল কেকেআরের লিডারশিপ গ্রুপেরও অংশ ছিলেন। ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। গিলের অভিজ্ঞতা আপাতত টাইটান্সদের অন্যতম অস্ত্র হতে চলেছে।

আরও পড়ুন: CSK-র হয়ে বেগুনি টুপির মালিক এখন নেট বোলার! বেনজির ভাগ্য বিপর্যয়ের সাক্ষী IPL

জাতীয় দলের হয়ে ১০ টেস্ট এবং তিনটে ওয়ানডে খেলা গিল আসন্ন আইপিএলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন। যাতে জাতীয় দলে প্রবেশ আরও মসৃণ হয়। ওপেনিং এই ব্যাটসম্যান আইপিএলে ৫৮ ম্যাচে ১৪১৭ রান করেছেন। গড় ৪১.৪৮। কেকেআরের প্ৰথম এগারোয় নিয়মিত সদস্য ছিলেন তিনি। দলকে ভাল সূচনা উপহার দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে।

গুজরাট টাইটান্স নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে, ওয়াংখেড়েতে ২৮ মার্চ। শুভমান ছাড়াও টাইটান্স দলে রয়েছেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, রশিদ খানের মত তারকারা। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিককে। গিল অবশ্য জানাচ্ছেন, এঁদের কেউ নয়, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন নাকি দলের এক্স ফ্যাক্টর হতে চলেছেন। কিউয়ি তারকার সঙ্গে গিল একসঙ্গে খেলেছেন কেকেআরে। এখন খেলবেন টাইটান্স দলে।

আরও পড়ুন: IPL-এর আগে আগুনে ফর্মে নটরাজন, ভেঙে চুরমার করলেন স্ট্যাম্প, দেখুন ভিডিও

গিল জানাচ্ছেন, “লকি ফার্গুসন গুজরাট টাইটান্স স্কোয়াডে বড় ফ্যাক্টর হতে চলেছে। কেকেআরে আমরা যখন ছিলাম, তখন ও দলের মস্ত সম্পদ ছিল।” ফ্র্যাঞ্চাইজির মিডিয়া কনফারেন্সে এমনটাই জানান শুভমান।

৩০ বছরের কিউয়ি তারকা লকি ফার্গুসন আইপিএলের নিলামে ভাল দাম পেয়েছিলেন। ১০ কোটি টাকায় গুজরাট টাইটান্স ফার্গুসনকে কিনেছে। গত মরশুমে কেকেআরের জার্সিতে ৮ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়েছিলেন কিউয়ি এই পেস সেনসেশন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 shubman gill chooses kiwi lokke ferguson as ex factor of gujarat titans