Advertisment

মানাই হয়নি কোনও প্ল্যানিং! নিলামের পরেই সানরাইজার্স ছাড়লেন চরম ক্ষুব্ধ তারকা কোচ

সানরাইজার্স হায়দরাবাদ প্রাক নিলামের পরিকল্পনা যেভাবে উপেক্ষা করেছে, তাতেই ক্ষুব্ধ হয়েছেন সাইমন কাটিচ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের নিলামের পরে সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাইমন কাটিচ। আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির তরফে যে প্ল্যানিং করা হয়েছে, তা ইভেন্টে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এমন অভিযোগ তুলেই তাই সরে দাঁড়ালেন অজি কোচ। দ্য অস্ট্রেলিয়ান-এর খবরে এমনটাই বলা হয়েছে।

Advertisment

নিলামের পরিকল্পনা নিয়ে মতানৈক্য হতেই পারে। তবে যেভাবে সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট পরিচালিত হচ্ছিল, তা মোটেই পছন্দ হয়নি কাটিচের। আইপিএল নিলামের পরে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছিল, কাটিচ জানাচ্ছেন, কেন ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার মার্কো জ্যানসেন এবং আইডেন মারক্রামের জন্য ঝাঁপিয়েছিল।

আরও পড়ুন: নিলামে মেয়ের ক্রিকেট জ্ঞানে মুগ্ধ! জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ KKR মালকিন জুহি

গত বছরের পরে সানরাইজার্স হায়দরাবাদ থেকে সরে দাঁড়িয়েছেন একের পর এক অস্ট্রেলীয় তারকা। প্রথমে ফ্র্যাঞ্চাইজি ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে প্ৰথম একাদশ থেকেও ছেঁটে ফেলে। তারপরে কোচিং স্টাফ থেকে বিদায় ঘটে ট্রেভর বেইলিস এবং ব্র্যাড হাডিনের। এখন ব্যাকরুম স্টাফ হিসাবে থাকছেন না সাইমন কাটিচও।

সানরাইজার্স হায়দরাবাদের টিম ডিরেক্টর ছিলেন টম মুডি। বেইলিস চলে যাওয়ার পর তিনি আপাতত হেড কোচের হট সিটে। মুডি দায়িত্ব পেয়েই সহকারী হিসাবে নিয়ে এসেছিলেন কাটিচকে। এর আগে কাটিচের একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে। কেকেআর তো বটেই আরসিবির কোচিং স্টাফেও ছিলেন তিনি।

আরও পড়ুন: কেউ নজর করল না! সঞ্চালক চারু শর্মার মারাত্মক ভুলেই কি খলিল দিল্লিতে, ভিডিও দেখুন

গত মরশুমে সানরাইজার্স লিগ টেবিলের শেষে ফিনিশ করে। এবার নিলামে খোলনলচে বদল ঘটেছে গোটা স্কোয়াডের। একাধিক নতুন তারকাকে নেওয়া হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন উইলিয়ামসনের হাতে। নিলামের আগে উইলিয়ামসন বাদে সানরাইজার্স রিটেন করে উমরান মালিক এবং আব্দুল সামাদকে। নিলাম থেকে হায়দরাবাদ সবথেকে বেশি অর্থ খরচ করে কিনেছে নিকোলাস পুরানকে। এছাড়াও এবার স্কোয়াডে যোগ দিয়েছেন আইডেন মারক্রাম, মার্কো জ্যানসেন, গ্লেন ফিলিপস, রোমারিও শেফার্ড, টি নটরাজন, শ্যন এবট, রাহুল ত্রিপাঠির মত তারকারা।

Sunrisers Hyderabad IPL
Advertisment