scorecardresearch

ধোনি মাঠে থাকলেও এই ম্যাচে নেতৃত্ব দেননি চেন্নাইকে! অনেকেই জানেন না এই ঘটনার খুঁটিনাটি

বড়সড় ঘোষণায় ধোনি সিএসকের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের উত্তরসূরি হিসাবে মহাতারকা বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজাকে।

ধোনি মাঠে থাকলেও এই ম্যাচে নেতৃত্ব দেননি চেন্নাইকে! অনেকেই জানেন না এই ঘটনার খুঁটিনাটি

সমর্থকদের দুঃস্বপ্নের বার্তা দিয়ে সিএসকে জানিয়ে দিয়েছে, আর অধিনায়ক থাকছেন না মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার সরকারিভাবে নেতৃত্বে পদত্যাগ করেছেন ক্যাপ্টেন কুল। রবীন্দ্র জাদেজাকে নিজের ছেড়ে যাওয়া সিংহাসনে বসিয়েছেন মহাতারকা। এই প্ৰথমবার পাকাপাকিভাবে ধোনি বাদে অন্য কোনও ক্রিকেটারকে সিএসকের নেতৃত্বে দেখা যাবে।

তবে ধোনিও একবার হলুদ জার্সিতে মাঠে নেমেছিলেন, অধিনায়কত্বের আর্মব্যান্ড ছাড়াই। স্রেফ একজন ক্রিকেটার হিসেবে ধোনিকে সিএসকের জার্সিতে মাঠে পাওয়া গিয়েছিল। তবে আইপিএল নয়, বর্তমানে বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমনটা ঘটেছিল ২০১২-য়। সেই ম্যাচে সিএসকের প্রতিপক্ষ ছিল ইয়র্কশায়ার।

আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে আর নেতা নন ধোনি! জাদেজার CSK কেমন ১১ সাজাচ্ছে প্ৰথম ম্যাচে

সেই ম্যাচের আগেই সিএসকের ভাগ্য চূড়ান্ত হয়ে গিয়েছিল। জয় হোক বা পরাজয়- সিএসকের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। তাই নিয়মরক্ষার ম্যাচে ধোনি নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন ভাইস ক্যাপ্টেন সুরেশ রায়নার হাতে। এমনটা নয় যে ম্যাচের মধ্যেই ধোনি রায়নাকে নেতৃত্ব দিতে বলেন। ম্যাচের আগে থেকেই রায়নাকে জানিয়ে দেওয়া হয়, তিনিই সেই ম্যাচে অধিনায়কত্ব করবেন।

সেই ম্যাচে প্ৰথমে ব্যাট করে সিএসকে স্কোরবোর্ডে ১৪০ তুলেছিল। চেন্নাইয়ের সামনে জয়ের জন্য টার্গেট ছিল ১৪১। রায়না ব্রিগেড সেই রান মাত্র ১৯ ওভারে তুলে দেয়। সিএসকের হয়ে সর্বোচ্চ স্কোরার হন বদ্রিনাথ। ৪১ করেছিলেন তিনি। ধোনি-রায়না ব্যাট হাতে দুজনেই ৩১ করে যান।”

ম্যাচের পরে রায়না জানিয়ে দেন, অধিনায়কত্বের স্বাদ দেওয়ার জন্যই ধোনি তাঁর হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন। “দারুণ বল করেছি আমরা। এমএস আমাকে অধিনায়কত্ব উপভোগ করতে বলেন। তাই আমার কাছে এটা ভাল সুযোগ ছিল। বল ধীরে ব্যাটে আসছিল। থমকে যাচ্ছিল প্রায়ই। হতাশ লাগছে যে আমরা যোগ্যতা অর্জন করতে পারলাম না। চ্যাম্পিয়নশিপ জিততে পারতাম আমরা। তবে আমাদের ঘরে ফিরে যেতে হচ্ছে।”

আরও পড়ুন: IPL-এর শুরুতেই ব্লকবাস্টার CSK বনাম KKR! নাইটদের প্ৰথম একাদশে থাকছে চমকের পর চমক

এর আগে অনেক ম্যাচেই ধোনির অনুপস্থিতিতে রায়না অধিনায়ক হয়েছেন। তবে ধোনি মাঠে থাকাকালীন অন্য কেউ অধিনায়কত্ব করছেন সিএসকেতে। এমন ঘটনা আগে ঘটেনি। সেই হিসাবে পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের ইতিহাসে তৃতীয় ব্যক্তি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 the only time ms dhoni played merely as a cricketer not as captain in csk