Advertisment

অতীত হয়ে গেলেন ক্যাপ্টেন ধোনি! চোখে জল আনা বার্তায় আবেগঘন কোহলি, দেখুন

ধোনি পরবর্তী অধিনায়ক হিসেবে জাদেজাকে বেছে নিয়েছে সিএসকে। তারপরেই নিজের প্রতিক্রিয়া জানালেন বিরাট কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সিএসকের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তারপরেই মহেন্দ্র সিং ধোনির জন্য প্রশংসার ঝুলি উজাড় করে দিলেন কোহলি। ক্রিকেটের আধুনিক সময়ের অন্যতম সেরা ক্যাপ্টেনকে আর দেখা যাবে বা নেতৃত্বের আর্মব্যান্ড পরে। সিএসকের নতুন নেতা হিসেবে তিনি বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজাকে।

Advertisment

আর জাদেজাকে ধোনি নেতৃত্ব হস্তান্তর করার পরে আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি কুর্নিশ জানালেন জাতীয় দলে নিজের অগ্রজকে। টুইটে কোহলি লিখলেন, "হলুদ জার্সিতে কিংবদন্তিতুল্য অধিনায়কত্ব পর্বের সমাপ্তি। সমর্থকরা যে চ্যাপ্টার কখনই ভুলতে পারবেন না। ধোনি, তোমাকে সবসময় শ্রদ্ধা।"

ধোনি যেমন নেতৃত্বের হস্তান্তর পর্ব মসৃণ করার জন্য সিএসকে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, কোহলি গত মরসুমের শেষেই আরসিবির নেতা হিসাবে পদত্যাগ করেন। কোহলি আগেই জানিয়ে দিয়েছিলেন, ২০২১ মরশুমই অধিনায়ক হিসেবে তাঁর শেষ আইপিএল পর্ব হতে চলেছে।

আরও পড়ুন: নেতৃত্ব ত্যাগ, এবার IPL শেষেই কি অবসর! ধোনিকে নিয়ে বিরাট আপডেট CSK কর্তার

আরসিবিতে কোহলির উত্তরসূরি হিসাবে ঘোষিত হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডুপ্লেসিসের নাম। টি২০ বিশ্বকাপের পরে কোহলি জাতীয় কুড়ি কুড়ি ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে ১-২'এ হারের পরে টেস্ট দলে থেকেও অধিনায়কত্বে ইতি টেনেছেন। তার আগে প্রবল বিতর্কের মধ্যে কোহলিকে ওয়ানডে দলের ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার প্রেস রিলিজে সিএসকে জানিয়ে দেয়, ধোনি এখনও সিএসকে দলের জার্সিতে খেলতে নামবেন। “এমএস ধোনি নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। রবীন্দ্র জাদেজাকে নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন ধোনি। ২০১২ থেকে সিএসকে স্কোয়াডের অংশ জাদেজা। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ক্রিকেটার হিসেবে নেতৃত্বের দায়িত্ব পেলেন। এই মরশুম এবং আগামীতে ধোনি সিএসকের হয়ে খেলতে নামবেন।” জানানো হয়েছে রিলিজে।

Virat Kohli Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL
Advertisment