Advertisment

Rohit-Hardik: মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল রোহিত-হার্দিকের! একসঙ্গে কীভাবে দুজনে খেলবেন একই দলে

Ritika Sajdeh, Mumbai Indians captaincy change: 'আমি কিছুটা চিন্তিত। কারণ, কাগজ-কলমে মুম্বই ইন্ডিয়ান্স একটা অসাধারণ দল। কিন্তু, হার্দিক পান্ডিয়ার ওপর সবচেয়ে বড় চাপের বিষয় হবে, তিনি পাঁচটি আঙ্গুল একত্রিত করে মুষ্টি তৈরি করতে পারবেন কি না।'

author-image
IE Bangla Sports Desk
New Update
hardik-rohit

রোহিতকে সরিয়ে মুম্বইয়ের নেতা হয়েছেন হার্দিক পান্ডিয়া (টুইটার)

Rohit Sharma-Hardik Pandya: রোহিত শর্মাকে ইনস্টাগ্রামে আনফলো করলেন মুম্বই ইন্ডিয়ান্সের নবনিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হয়ে উঠেছে। রোহিত শর্মার পরিবর্তে মুম্বই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় মুখ খুলেছেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজেদ। তিনি ইনস্টাগ্রামের এক ক্লিপের প্রতিক্রিয়ায় লেখেন, 'এতে অনেকগুলো ভুল হয়েছে।' আর, তারপরই নাকি রোহিতকে আনফলো করেছেন হার্দিক। এমনটাই জানিয়েছে একাধিক সর্বভারতীয় প্রচারমাধ্যম।

Advertisment

স্ম্যাশ স্পোর্টস পডকাস্টে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার মুম্বইয়ের অধিনায়ক বদলের কারণ ফাঁস করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমি মনে করি এটি সম্পূর্ণ একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা হার্দিককে একজন খেলোয়াড় হিসেবে ফিরে পাওয়ার জন্য উইন্ডো পিরিয়ড দেখেছি। আমার কাছে এটা একটি মধ্যবর্তী অধ্যায় ছিল। ভারতে অনেক লোকই বুঝতে পারেন না, লোকেরা কেন এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে এটা ঘটেছে। এর সঙ্গে আবেগ মেশালে চলবে না। আমি মনে করি, এটা ক্রিকেটার রোহিতের সেরাটা বের করে আনবে। ওঁকে ম্যাচটা উপভোগ করতে দিন। কিছু ভালো স্কোর করুক।' বাউচারের একথা বলার কারণ, রোহিতকে অধিনায়ক পদ থেকে অপসারণের পর মুম্বইয়ের ফলোয়ার সংখ্যা কয়েক লক্ষ কমে গিয়েছে। ওই ক্লিপেই প্রতিক্রিয়া জানান ঋতিকা। হতাশা প্রকাশ করে কমেন্টে তিনি বোঝাতে চেষ্টা করেন যে এটা মুম্বই ফ্র্যাঞ্চাইজির একটা বিরাট ভুল সিদ্ধান্ত।

রোহিত আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের একজন। ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়ে পাঁচটি শিরোপা জিতেছেন। সেই তাঁকেই কি না, সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে। অনেকগুলো গাঁটের কড়ি খরচা করে পান্ডিয়াকে আনা হয়েছে গুজরাত টাইটানস থেকে। এসব দেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে রীতিমতো চিন্তা প্রকাশ করেছেন। আকাশের আশঙ্কা, হার্দিক মুম্বই দলটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ, ঋতিকার মন্তব্যেই প্রমাণ যে মুম্বইয়ে সবকিছু ঠিকঠাক চলছে না। চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছেন, 'আমি বাউচারের একটি সাক্ষাত্কার শুনছিলাম। সেখানে তিনি কেন অধিনায়ক বদলানো হয়েছে, সেটা জানাচ্ছিলেন। ক্রিকেটীয় কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, ঋতিকা (রোহিতের স্ত্রী) নীচে মন্তব্য করেছেন। এটা ভাইরাল হবে জেনেই করেছেন।'

এই ব্যাপারে আকাশ চোপড়া বলেন, 'আমরা জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি কিছুটা চিন্তিত। কারণ, কাগজ-কলমে মুম্বই ইন্ডিয়ান্স একটা অসাধারণ দল। কিন্তু, হার্দিক পান্ডিয়ার ওপর সবচেয়ে বড় চাপের বিষয় হবে, তিনি পাঁচটি আঙ্গুল একত্রিত করে মুষ্টি তৈরি করতে পারবেন কি না, পুরো দলকে এক দিকে নিয়ে যেতে পারবেন কি না, সেটাই।'

আরও পড়ুন- ইসলামের রীতি-নীতিতে শ্রদ্ধাশীল স্টোকস! বড় দাবি ইংরেজ স্পিনার রেহান আহমেদের

হার্দিক বর্তমানে গোড়ালির চোট সারাতে চেষ্টা চালাচ্ছেন। আইপিএল ২০২৪ শুরুর আগেই তিনি নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে চান। নবনিযুক্ত মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) অধিনায়ক গুজরাট টাইটানসকে পরপর দুটি আইপিএল ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে একটি জিতেছেন। তাই তাঁর কাছে এমআই মালিকদের অনেক প্রত্যাশা। কিন্তু, সেই প্রত্যাশা থাকলেও আকাশ চোপড়ার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, শুধু রোহিতের স্ত্রীর অসন্তোষ প্রকাশের মধ্যে দিয়েই মুম্বইয়ের সিদ্ধান্তগত সমস্যা মেটেনি। হার্দিক পান্ডিয়া ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রোহিত শর্মাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। যাতে জল্পনা আরও তীব্র হয়েছে।

IPL Hardik Pandya Mumbai Indians Rohit Sharma
Advertisment