Advertisment

গৃহযুদ্ধ শুরু মুম্বইয়ে! রোহিতকে ছেঁটে ফেলতেই মুখ খুলে আপত্তির বিষ্ফোরণ সূর্যকুমারের

পান্ডিয়ার জন্যই কি মুম্বইয়ের সুখের সংসারে আগুন

author-image
IE Bangla Sports Desk
New Update
surya-rohit-bumrah

রোহিতকে নিয়ে বির্তকিত সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (টুইটার)

হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে অশান্তি সৃষ্টি করতে পারে। তারকা বোলার জসপ্রিত বুমরার পরে, সূর্যকুমার যাদব তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট শেয়ার করে শোরগোল ফেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই সূর্যকুমার যাদব ভাঙা হৃদয়ের একটি ইমোজি শেয়ার করেছেন। সূর্যকুমার যাদব সম্প্রতি দুটি টি-টোয়েন্টি সিরিজে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন।

Advertisment

সূর্যকুমার যাদব গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক ছিলেন। রোহিত যখন দুর্দান্ত ফর্মে, সেই সময় কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছিলেন। সেসব মাথায় রেখেই বুমরা এবং সূর্যকুমারের পোস্ট, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার নন, যিনি হার্দিক পান্ডিয়ার ফিরে আসার পর রহস্যময় পোস্ট শেয়ার করলেন। পান্ডিয়া যখন গুজরাট টাইটান্স থেকে মুম্বইয়ে ফিরলেন, তখনই জসপ্রিত বুমরাহ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছিলেন। বুমরা সেই পোস্টে লেখেন, 'নীরবতাই কখনও সখনও সেরা উত্তর।'

জসপ্রিত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ। তিনি তাঁর আইপিএল কেরিয়ারের শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন। ২০১৫ সালে ফিরে এসে গড়ে ২৩.৩০ রান দিয়ে ১৪৫ উইকেট নিয়েছেন। শুধু কি তাই? তিনি ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে চারটি আইপিএল শিরোপা জয়ী দলের অংশ ছিলেন। ২৯ বছর বয়সি এই পেসার চেয়েছিলেন রোহিত শর্মার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের ব্যাটন হাতে নিতে। আর তাই, গুজরাট টাইটান্স থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে আনা নিয়ে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে খুশি নন তিনি।

ডানহাতি ফাস্ট বোলার এর আগে কোনও প্রথম-শ্রেণি, ওয়ানডে বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে অধিনায়কত্ব করেননি। তবে, অতীতে ভারতের অধিনায়কত্বে আগ্রহ দেখিয়েছেন। চোটের জন্য প্রায় একবছর মাঠের বাইরে থাকা বুমরাহ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়েছিলেন। তার মধ্যেই মনের গোপন কথা ফাঁস করেছিলেন এই পেসার। জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি ভারতের অধিনায়কত্ব করতে প্রস্তুত। এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বুমরাহ বলেন, 'যদি একটি সুযোগ (অধিনায়কত্ব করার) দেওয়া হয়, সেটা একটি বড় সম্মান প্রাপ্তি হবে। আমি মনে করি না যে, কোনও খেলোয়াড় না বলবেন। এর চেয়ে বড় অনুভূতি আর কিছু নেই।'

দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা কোভিড-১৯ থেকে সেরে উঠতে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট থেকে বাদ পড়েন। তার পরে, বুমরা দলের টেস্ট ক্যাপ্টেন হন। ১৯৮৭ সালে কপিল দেবের পর সেই প্রথম কোনও ফাস্ট বোলার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর বুমরাহ বলেছিলেন, 'বড় প্রাপ্তি, এটি একটি বড় সম্মান। নিজের অধিনায়কত্বে একটি টেস্ট ম্যাচ খেলা আমার কাছে একটি স্বপ্ন ছিল। এই ধরনের সুযোগ পাওয়া একটি বড় অর্জন। আমার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে অন্যতম। তাই, আমাকে দায়িত্ব দেওয়ায় আমি খুশি।'

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার পর, বুমরাহ আগস্টে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক নিযুক্ত হন। তারপরে, ইন্ডিয়ান এক্সপ্রেসই জানিয়েছিল যে ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের অধিনায়কত্ব করা রুতুরাজ গায়কোয়াডকে বুমরাহের কাজের চাপ কমাতে আয়ারল্যান্ডে নেতৃত্বে আনা উচিত কি না, তা নিয়ে জল্পনা চলছে। তবে ফাস্ট বোলার (বুমরাহ) নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন। হার্দিক পান্ডিয়া, যিনি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাটের জন্য কয়েক মরশুমে গিয়েছিলেন, নতুন ফ্র্যাঞ্চাইজিকে তাদের প্রথম আইপিএল মরশুমে একটি শিরোপা এনে দিয়েছিলেন। এবছর শিরোপা রক্ষা করতে পান্ডিয়া অ্যান্ড কোং আবার দলকে ফাইনালে তুলেছেন। কিন্তু, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে গিয়েছেন।

আরও পড়ুন- দ্রাবিড়-লক্ষ্মণ কেউ নন, দক্ষিণ আফ্রিকায় ভারতের হেড কোচ সিতাংশু! আচমকা ঝড় তুলল BCCI

অধিনায়কত্ব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের নির্মম সিদ্ধান্ত এই প্রথম নয়। ২০১৩ সালে, রিকি পন্টিংয়ের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স একটি খারাপ শুরু করার পরে, ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল। বদলে, রোহিত শর্মাকে অধিনায়ক করেছিল। এরপর তারা প্রথমবার লিগ শিরোপা জেতে। তারপর থেকে, রোহিতই দলকে আরও চারটি শিরোপা জিতিয়েছেন। যে খেতাব একমাত্র এমএস ধোনিরই রয়েছে।

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma IPL Jasprit Bumrah Suryakumar Yadav
Advertisment