Advertisment

IPL 2024: রোহিতকে সরিয়ে একদম ঠিক করেছে মুম্বই! আচমকা বিস্ফোরণ ঘটিয়ে মুখ খুললেন গাভাসকার

Sunil Gavaskar: ৭৪ বছর বয়সি গাভাসকার জানিয়েছেন যে, রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোয় ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি রোহিতেরও উপকার হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Gavaskar, Rohit Sharma, Hardik Pandya

Sunil Gavaskar-Rohit Sharma-Hardik Pandya: হার্দিক পান্ডিয়া, সুনীল গাভাসকর ও রোহিত শর্মা। (এক্সপ্রেস ফটো)

Sunil Gavaskar and Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক বদল নিয়ে বিতর্ক যখন নতুন করে চাগিয়ে উঠেছে, সেই সময় ফের তাতে ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। এর আগেও গাভাসকার এই বিতর্কে স্বেচ্ছায় ঢুকে দাবি করেছিলেন, রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে মুম্বই ঠিকই করেছে। এবার একই অবস্থানে অনড় থেকে তিনি দাবি করলেন, এতে রোহিতের পাশাপাশি মুম্বইও উপকৃত হবে।

Advertisment

এক ক্রিকেট ম্যাগাজিনকে গাভাসকার বলেছেন, 'দেখুন ওরা (মুম্বই) সবসময়ই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। রোহিত শর্মার বয়স ইতিমধ্যেই ৩৬ হয়ে গেছে। তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক। সেই জন্য ওঁর ওপর প্রচণ্ড চাপ। ওরা (মুম্বই) সেটাই কিছুটা কমানোর চেষ্টা করেছে। দায়িত্বটা অন্য একজনকে দিয়েছে। হার্দিক পান্ডিয়া কমবয়সি খেলোয়াড়। গুজরাট ইন্ডিয়ান্সের মত নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছে। এমনকী, ট্রফিও জিতেছে। এসব দেখেই মুম্বই ইন্ডিয়ান্সও (এমআই) নতুনভাবে ভেবেছে।'

বছর ৭৪-এর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির বক্তব্য এই ব্যাপারে রীতিমতো সোজাসাপটা। সুনীল গাভাসকার বলেন, 'রোহিতকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়ায় শুধু ফ্যাঞ্চাইজিই না। ওঁর নিজেরও উপকার হবে। রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্স রীতিমতো স্বাধীনতা দিয়েছে। ও এখন মন খুলে টপ অর্ডারে নিজের সেরাটা খেলতে পারবে। হার্দিক ৩ বা ৫-এ চলে আসবে। মোটকথা, দল যাতে ২০০-র বেশি তোলে, সেটাই ওদের করে দেখাতে হবে।'

গাভাসকারের এই সব কথার সপ্তাহখানেক আগে মুখ খুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার। সেই বাউচারের সুরই এবার ধরা পড়ল গাভাসকারের গলায়। মুম্বইয়ের অধিনায়ক পরিবর্তনকে 'ক্রিকেটীয় সিদ্ধান্ত' বলে দাবি করে বাউচার বলেছিলেন, 'আবেগের কোনও জায়গা নেই। ক্রিকেটের স্বার্থেই মুম্বই নেতা বদলেছে। হার্দিককে আমরা পুরোপুরি দেখে নিয়েছি। ও মুম্বইয়ের ঘরের ছেলে। অন্য দলে গিয়ে নেতৃত্ব দিয়ে সফল হয়েছে। সেকারণেই ওঁকে অধিনায়ক করা হয়েছে। সবচেয়ে বড় কথা রোহিতের ওপর থেকে চাপ কমানো হয়েছে। ও এবার খোলামনে খেলতে পারবে।'

আরও পড়ুন- জোড়া অভিষেকে দল নামাচ্ছে ভারত! রাজকোট টেস্টের চমকের একাদশ নিয়েই ইংল্যান্ডকে কাঁপাবেন রোহিতরা

তবে, বাউচারের এই কথার বিরোধিতা করেছিলেন রোহিত শর্মার স্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় বাউচারের অ্যাকাউন্টে গিয়ে প্রকাশিত ভিডিওর পালটা প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছিলেন। তাতে মুম্বইয়ের সংসারে জলঘোলা বাড়ে। রোহিতকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেন হার্দিক।

Sunil Gavaskar Hardik Pandya Mumbai Indians Rohit Sharma
Advertisment