মুম্বইয়ের রোহিত বদলে ক্রিকেট দুনিয়া এখন তোলপাড়। দলের সফলতম অধিনায়ক বদলে অনেকেই ভ্রু কুঁচকোচ্ছেন। পাঁচটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রোহিতের ক্যাপ্টেনসিতেই মুম্বই ঘরে তুলেছে। আর, সেই রোহিতকেই কি না, ছেঁটে ফেলেছে দল? মানতে পারছেন না সমর্থকদের অনেকেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার প্রভাব পড়েছে। নেটদুনিয়াতেই শুধু যে হইচই, তা নয়। বিশেষজ্ঞরাও বহুমত। তাঁদেরই অন্যতম ভারতীয় দলের প্রাক্তনী ওয়াসিম জাফরও। তিনিও যেন মন থেকে রোহিত বদলে সায় দিতে পারছেন না। জাফরের অবাক হওয়া প্রশ্ন, 'এত তাড়াতাড়ি, রোহিত শর্মার থেকে মুম্বই ইন্ডিয়ানস সরে গেল? আশ্চর্য!'
হার্দিক মুম্বইয়ের প্রাক্তনী। গুজরাট টাইটানসে দুই মরশুমের জন্য গিয়েছিলেন। ক্যাপ্টেনসি করে প্রথম বছর শিরোপা জিতেছেন। পরেরবার ফাইনালে তুলেছেন। কিন্তু, তাই বলে এমআইয়ে রোহিতের কিংবদন্তির তুল্য সাফল্যর সঙ্গে তার বিচার চলে না। কিন্তু, সেটা মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিকে বোঝায়টা কে? এটাই যেন রঞ্জির সবচেয়ে বেশি রান সংগ্রাহক জাফরকে অবাক করেছে, অনেকেরই মত। মু্ম্বইয়ের ক্রিকেট দুনিয়াটা ওয়াসিমের হাতের তালুর মত চেনা। কারণ, তিনি ঘরের ছেলে। অবাক ওয়াসিমের তাই প্রশ্ন, 'আমি অবাক এটা দেখে যে এমআই এত তাড়াতাড়ি রোহিত শর্মার থেকে সরে গেল! এটা এত তাড়াতাড়ি হল যে আমিও রীতিমতো অবাক হয়েছি। নিলামের সময়ই বোধহয় হার্দিককে জানিয়ে দিয়েছিল, অধিনায়ক করবে। সেই জন্যই ও এল। কিন্তু, রোহিতকে কি সেসব ফ্র্যাঞ্চাইজির কর্তারা একবারও জানিয়েছিলেন? আমার তো মনে হয় না।'
রোহিতকে সরানোয় কার্যত হার্দিকের ওপর বিরক্ত জাফরের বক্তব্য, 'তাছাড়া, দলেই তো কয়েকটা ভালো ছেলে ছিল। তার মধ্যে সূর্যকুমার যাদব ভারতীয় দলে অধিনায়কত্ব করছে। ও সত্যিই ভালো অধিনায়ক। বুমরাহ টেস্ট-এ ভারতের অধিনায়ক। যাই হোক, যা হয়েছে নিশ্চয়ই ভালোই হয়েছে। হয়তো আগামী মরশুমের জন্য অন্য কোনও ভাবনাচিন্তা আছে। কিন্তু, সিদ্ধান্তটা এই মরশুমেই নেওয়ায় আমি সত্যিই অবাক হয়েছি!'
আরও পড়ুন- রোহিতকে ছুঁড়ে কেন হার্দিককে নেতা বাছল মুম্বই! হাজারো জল্পনার মধ্যেই ফাঁস আসল কারণ
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই রোহিতকে মুম্বই ইন্ডিয়ানস জানিয়েছিল, হার্দিককে দলের অধিনায়ক করা হবে। হার্দিকও এই শর্তেই মুম্বইয়ে ফিরতে রাজি হয়েছিলেন। এরপর রোহিতকে তাদের রোডম্যাপ বুঝিয়েছিলেন দলের কর্তারা। যাতে সায় ছিল রোহিতেরও। এমনটাই দাবি মুম্বই ইন্ডিয়ানসের। যদিও, সেনিয়ে রোহিত খোলাখুলি সর্বসমক্ষে কিছুই জানাননি। শুধু তাই নয়, সম্ভবত তিনি এমআই ছাড়তেও চলেছেন। এই পরিস্থিতিতে হার্দিকের শূন্য আসন পূরণ করেছে গুজরাট। তারা নেতা বাছল শুভমান গিলকে।