Advertisment

Virat Kohli to return as RCB skipper: ফের ক্যাপ্টেন হচ্ছেন কোহলি! অস্ট্রেলিয়ায় ভারতের ধুঁয়াধার পারফরম্যান্সের পরেই বড় খোলসা কিংবদন্তির

Virat Kohli news: অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি, বড় আপডেট ভেসে এল এবার। আর সেই খবর ভাসিয়ে দিলেন খোদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরই এক প্রাক্তন প্রধান।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB, Virat Kohli, আরসিবি, বিরাট কোহলি,

Virat Kohli: কোহলির সামনে এবার বড় দায়িত্ব? (ছবি- ফাইল)

AB de Villiers predicts Virat Kohli's return as RCB skipper in IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র অধিনায়ক হতে চলেছেন বিরাট কোহলি। এবার এমনই খবর ভাসিয়ে দিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, আইপিএল ২০২৫-এ 'বিরাট কোহলি আরসিবি অধিনায়ক হবেন।' রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলতি সপ্তাহের শুরুতে দুই দিনের নিলামে আইপিএল ২০২৫-এর জন্য ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে। কিন্তু, তাদের অধিনায়ক কে হবেন, তা এখনও স্পষ্ট করেনি এই ফ্র্যাঞ্চাইজি। আর, তারপরই অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নাম ভাসিয়ে দিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কোহলি আগেও আরসিবির অধিনায়ক ছিলেন। ২০২১ মরশুমের পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। ফের তাঁকেই আরসিবির অধিনায়ক করা হতে পারে বলেই মনে করছেন এবি ডি ভিলিয়ার্স।

Advertisment

ডি ভিলিয়ার্স নিজেও একজন ক্রিকেট কিংবদন্তি। তিনি মনে করিয়ে দিয়েছেন যে কোহলির অধীনে ২০১৬ আইপিএলে আরসিবি শেষবার ফাইনালে পৌঁছেছিল। তিনি তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, 'ব্যাপারটা এখনও ঠিক হয়নি। তবে, স্কোয়াডের দিকে তাকিয়ে আমার মনে হয় যে কোহলিই অধিনায়ক হতে চলেছেন।' এই আরসিবিতে ভুবনেশ্বর কুমারও আছেন। তিনিও আইপিএলে অধিনায়কত্ব করেছেন। তবে, পেসার ভুবনেশ্বর কুমার শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্বে ছিলেন। আবার, ক্রুনাল পান্ড্যও আরসিবিতে আছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে বরোদার নেতৃত্বে ছিলেন। কিন্তু, আইপিএলের নেতৃত্ব দেওয়ার কোনও অভিজ্ঞতা ক্রুনাল পান্ড্যর নেই।

এবি ডি ভিলিয়ার্স আরসিবির স্কোয়াড নিয়ে খুশি। তিনি মনে করেন যে, দলের পেস আক্রমণ এবার খুব ভালো হয়েছে। আর, সেটা নিলামের মাধ্যমেই সম্ভব হয়েছে। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এই প্রসঙ্গে বলেছেন, 'আমরা ভুবনেশ্বর কুমারকে পেয়েছি। জোশ হ্যাজলউড আছে। আমরা লুঙ্গি এনগিডিকে পেয়েছি। ও দুর্দান্ত স্লোয়ার বোলার। ও যদি ফর্মে থাকে, ফিট থাকে, তবে ও-ই সেরা। আমরা রবিচন্দ্রন অশ্বিনকে মিস করেছি। একজন ম্যাচজয়ী স্পিনারকে মিস করছি। সিএসকে অশ্বিনকে পেয়েছে। অশ্বিনকে আবার হলুদ জার্সিতে দেখে আমরা খুবই খুশি। সব মিলিয়ে আরসিবি একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছে। এই স্কোয়াডের দৌলতে আমরা চিন্নাস্বামীকে একটি দুর্গে পরিণত করতে পারি।' 

আরসিবি স্কোয়াডে অবশ্য দুর্বলতাও রয়েছে। সেটা উল্লেখ করেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, এই দলে  এমন একজন স্পিনারকে দরকার, যিনি বল দু'দিকেই ঘোরাতে পারেন। আরসিবির এমন একজন স্পিনারকে হোম ম্যাচের জন্য দরকার ছিল। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি চাইলে অবিক্রিত খেলোয়াড়দের তালিকা থেকে একজন স্পিনারকে নিতে পারে আরসিবি। যদি তা না হয়, বিসিসিআইয়ের উচিত মরশুমের মাঝামাঝি খেলোয়াড় অদলবদল করার একটা ব্যবস্থা রাখা।

আরও পড়ুন- গোলাপি বলের টেস্টেই ঝাঁজ বাড়িয়ে নামছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার! চোট সারিয়ে বলের সুতো খুললেন প্র্যাকটিসে

এই ব্যাপারে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেছেন, 'আমার মনে হয় যে আরসিবি মরশুমের মাঝামাঝি এমন কাউকে মিস করেছে বলে মনে করবে, যে বল দু'দিকেই ঘোরাতে পারে। আমাদের এমন খেলোয়াড় দরকার। আমি মনে করি যে, এর অভাব আছে। দরকারে ভবিষ্যতে ট্রান্সফার উইন্ডোর ব্যবস্থা করা উচিত। আমি চাই আইপিএল এবং বিসিসিআই একটি ট্রান্সফার উইন্ডোর ব্যবস্থা করবে। যেখানে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে খেলোয়াড় ট্রান্সফার করা যাবে। সেই সময় চাইলে দল একজন অতিরিক্ত স্পিনারকে নিতেই পারে। একজন রিস্ট স্পিনারকে দরকার। অবিক্রীত খেলোয়াড়দের তালিকা থেকে তাঁকে নেওয়া যেতে পারে। এটা কিন্তু, একটা চিন্তা করার মত বিষয়।'

RCB Virat Kohli AB de Villiers IPL Cricket News ipl auction Royal Challengers Bengaluru
Advertisment